রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)
জাতীয় উন্নয়ন সংস্থা আরডিএফ এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় চ্যালেঞ্জিং কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে জরুরী ভিত্তিতে স্মার্ট , সাহসী, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয়ী , আত্মবিশ্বাসী , পরিশ্রমী এবং সৎ কর্মী আবশ্যক, যাদের বর্ণীত বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হবে।
পদের নামঃ- লোন অফিসার
পদের সংখ্যাঃ- ৫৫ টি
বেতনঃ-
১২০০০ টাকা শিক্ষানবিশ কালীন সময়ে শিক্ষানবিশ কালিন সময় শেষে বেতন ১৫৩২৫ টাকা প্রদান করা হইবে।
শিক্ষানবিশ কালঃ- ০১ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ– যে কোন বিষয়ে স্নাতক
বয়সঃ- ৩০ থেকে ৩৫ বছর
অভিজ্ঞতাঃ-
- অভিজ্ঞ প্রর্থীদের অগ্রাধিকার দেয়া হবে
- অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
অন্যান্য সুবিধাঃ-
- টিএ
- পিএফ
- মোবাইল বিল
- কর্মী কল্যান তহবিল
- চাকুরী স্থায়ী হওয়ার ১ বছর পর হতে মূল বেতনের সমপরিমান দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে
প্রয়োজনীয় কাগজপত্রঃ-
- শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ছবি
- জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি
- জন্ম সনদের সত্যায়িত ফটোকপি
- সর্বশেষ পরিক্ষার ছবিসহ রেজিষ্ট্রেশন কার্ড
- অভিজ্ঞতা সনদপত্র(জদি থাকে)
- মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সম্বলিত স্বহস্তে লিখিত আবেদন পত্র
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ-
বিভাগীয় প্রধান ,এইচআর ভিবাগ. রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)আরডিএফ ভবন, বাড়ী#২১, রোড# ১২, পিসিকালচার হাউজিং সোসাইটি, ব্লক-খ , আদাবর, ঢাকা-১২০৭ বরাবর আগামী ১৮/০৯/২০২১ ইংরেজী তারিখে ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে।
