LifestyleLifestyle

যে স্বভাবগুলো বিয়ের পর সুখ নষ্ট করে

যে স্বভাবগুলো বিয়ের পর সুখ নষ্ট করে

ইমাম গাজালি (রহ.) বলেন, চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসার সুখের হবে না। এ চার ধরনের মেয়ে হলো-

আহেরা :

আহেরা হল তারা, যারা সারাদিন রূপচর্চা করে মানুষকে দেখানোর জন্য। এই ধরনের মেয়ে যারা বিয়ে করবে, তাদের সংসারে সুখ হবে না।

নাদিছা :

নাদিছা তাদের বলা হয়, যারা রূপের অহংকার করে। এমনকি তাদের পাশে যদি কালো মেয়ে যায়, তারা তাকে তাচ্ছিল্য করে। এত অহংকার ওদের মনে এদের বিয়ে করলে সংসারে সুখ আসবে না।

মুত্তালিহা :

মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে কিছু পরিচয় দেয়া লাগবে। স্ত্রীদের মধ্যে দুই ধরনের ভাগ আছে। প্রথমত, যারা বলে তুমি আমায় কি দিয়েছো? দ্বিতীয়ত, আমি বলেই তোমার ভাত খাচ্ছি। যারা এ ধরনের খোটা স্বামীকে দেয়, তাদের সংসারও সুখের হয় না।

মুবারিয়া :

মুবারিয়া হল তারা যারা স্বামীর অনুপস্থিতিতে বেপর্দায় চলাফেরা করে। এমনকি পরকীয় সম্পর্কেও জড়িয়ে পড়ে।

শেখ সাদী (রহ.) বলেছেন, একজন দ্বীনহীন মহিলা বা পুরুষের সাথে জীবন-যাপন করার চেয়ে, একজন বিষধর সাপের সাথে থাকা উত্তম। তাতে হয়তো সাপ তোমার ইহকালীন জীবন ধ্বংস করে দিবে, কিন্তু দ্বীনহীন মহিলা বা পুরুষ তো তোমার ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকেই ধ্বংস করে দেবে।

৪ যে স্বভাবগুলো বিয়ের পর সুখ নষ্ট করে যে স্বভাবগুলো বিয়ের পর সুখ নষ্ট করে যে স্বভাবগুলো বিয়ের পর সুখ নষ্ট করে যে স্বভাবগুলো বিয়ের পর সুখ নষ্ট করে

আরোকিছু আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষনা

প্রতিবেদন দিল তদন্ত কমিশন

সময়ের সংলাপের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *