বাংলাদেশ সূপ্রীম কোর্টে নিয়োগ
বাংলাদেশ সূপ্রীম কোর্টে নিয়োগ
বাংলাদেশ সূপ্রীম কোর্টের, আপীল বিভাগের নিম্নলিখিত শূণ্যপদসমূহে কিছু সংক্ষক অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে নিম্নিক্ত নিম্নবর্ণীত শর্তাবলী সাপেক্ষে প্রতিটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। পদের নামঃ- অফিস সহায়ক
পদের সংখ্যাঃ- ০৯ টি
বেতনঃ-৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- কমপক্ষে এসএসসি / সমমান পরিক্ষায় উত্তীর্ণ।
বয়সঃ- সর্বোচ্চ ৩০ বছর।
২। পদের নামঃ- এম.এল.এস.এস(অফিস সহায়ক-এর সমমনা)
পদের সংখ্যাঃ- ০৩ টি
বেতনঃ-৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ- ন্যূনতম ৮ম শ্রেণী পাশ।
বয়সঃ- সর্বোচ্চ ৩০ বছর।
৩। পদের নামঃ- চৌকিদার
পদের সংখ্যাঃ- ০৩ টি
বেতনঃ-৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ- ন্যূনতম ৮ম শ্রেণী পাশ।
বয়সঃ- সর্বোচ্চ ৩০ বছর।
৪। পদের নামঃ-মালী
পদের সংখ্যাঃ- ০১ টি
বেতনঃ-৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ- ন্যূনতম ৮ম শ্রেণী পাশ।
বয়সঃ- সর্বোচ্চ ৩০ বছর।
৫। পদের নামঃ-ফরাস
পদের সংখ্যাঃ- ০২ টি
বেতনঃ-৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ- ন্যূনতম ৮ম শ্রেণী পাশ।
বয়সঃ- সর্বোচ্চ ৩০
৬। পদের নামঃ- পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
পদের সংখ্যাঃ- ০১ টি
বেতনঃ-৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ- ন্যূনতম ৮ম শ্রেণী পাশ।(হরিজন জাতের লোককে অগ্রাধিকার দেওয়া হবে)
বয়সঃ- সর্বোচ্চ ৩০
আবেদনের ওয়েবসাইটঃ- www.supremecourt.gov.bd


