NewsNews

বন্যায় সাপ নিয়ে সতর্কতা

বন্যায় সাপ নিয়ে সতর্কতা

বর্তমানে চলমান দেশের সার্বিক বন্যা পরিস্থিতিতে মানুষের সাথে সাপের মারাত্মক ভাবে সংস্পর্শ হওয়ার প্রবল সম্ভবনা আছে।কারন চারদিকে অথৈই পানি থাকায় কিছু বিষধর সাপও এখন শুষ্ক ও উচু স্থানের সন্ধানে মানুষের বাসস্থানে প্রবেশের চেস্টা করবে।
তাই সাপের কামড় থেকে বাচার জন্য অবশ্যই অবশ্যই রাতে ঘুমানোর আগে মশারি টানিয়ে ঘুমাতে হবে।এর কোনো বিকল্প নেই।
সেই সাথে জুতা পড়ার সময় তা ভালভাবে চেক করে পড়তে হবে।না দেখে অন্ধকারচ্ছন্ন যে কোনো জায়গায় হাত দেয়া থেকে বিরত থাকুন।
আবারো বলছি এসময় মশারি টানিয়ে ঘুমানোর কোনো বিকল্প নেই।

বন্যা ও বর্ষাতে চারিদিক পানির কারণে ঘরে সাপ আশ্রয় নিতে পারে…

শুকনা মরিচ ২/৩ টা পুড়তে পারেন। শুকনা মরিচ পোড়ার গন্ধ সাপ সয্য করতে পারেন ফলে এই মরিচ পোড়ার গন্ধে সাপ বেড় হয়ে চলে যাবে।

রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না। অথবা ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *