বছরের বড় কর্ম সুযোগ এনজিওতে
বছরের বড় কর্ম সুযোগ এনজিওতে
| টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের নিয়ন্ত্রনাধীন ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। |
| প্রতিষ্ঠানের নামঃ- TMSS NGO / টিএমএসএস এনজিও |
| পদের নামঃ- শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স) |
| পদ সংখ্যা |
- ২০০ জন
| শিক্ষাগত যোগ্যতা |
- বাণিজ্যে স্নাতক তবে বিবিএ ফিন্যান্স/এ্যাকাউন্টিং) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
| অভিজ্ঞতা |
- কম্পিউটার পরিচালনায় MS Office ও Internet Browsing কাজে দক্ষতাসহ টাইপিং স্পিড ইংরেজিতে ৪০ এবং বাংলায় ৩০ থাকতে হবে
| বয়স |
- সর্বোচ্চ ৩৫ বছর
| বেতন ভাতা |
- SR-TMSS-১৮নং স্তর অনুযায়ী সর্বসাকুল্যে ২৬,১০০/- টাকা ক্রেডিট এ্যালাউন্সসহ) এবং | শিক্ষানবিশকালে ২১,০০০/- ও তৎসহ সংস্থার চাকুরি বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে।
| পদের নাম:- ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স) |
| পদ সংখ্যাঃ- |
- ৪০০ জন
| শিক্ষাগত যোগ্যতা |
- স্নাতক/স্নাতকোত্তর/সমমান
| অভিজ্ঞতা |
- স্নাতকোত্তর ডিগ্রীধারীদের এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সরাসরি ঋণ বিতরণ ও আদায় কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তবে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল/মােটর সাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে
| বয়স |
- সর্বোচ্চ ৩৫ বছর
| বেতন ভাতা |
- SR-TMSS-২১নং স্তর অনুযায়ী সর্বসাকুল্যে ২৩,৯৭৬/- টাকা ক্রেডিট এ্যালাউন্সসহ) এবং শিক্ষানবিশকালে | ১৮,৬৩০/-ও তৎসহ সংস্থার চাকুরি বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে।
| বিশেষ দ্রষ্ঠব্য |
- সরকার অনুমোদিত ৩/৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্সসম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বাংলাদেশের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় অবস্থান করে কর্মসূচির বাস্তবায়ন করতে হবে।
| শর্তাবলী: |
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর–এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ৩১/১২/২০২১ইং তারিখের মধ্যে নিম্নবর্ণিত যে কোন ঠিকানায় অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে।
- যে সকল প্রার্থীগণ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী ও নােয়াখালী জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস চট্টগ্রাম ডামোইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলী হাট, অলংকার , মোড়ে পাহাড়তলী, চট্টগ্রাম অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
- চৌমুহনী, আহম্মদ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
২। নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকার মানি রশিদ/পে-অর্ডার(অফেরৎযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ
- মানি রশিদ সংগ্রহ করতে হবে। অথবা
- যে কোন তফসীলভূক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস” শিরোনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য।
৩। সংস্থার বিধি অনুসারে ০৩ টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জীবন বীমা, স্বাস্থ্য বীমা, বেনিভেলেন্ট ফান্ড, গ্র্যাচুয়াটি ফান্ড, ক্রেডিট এ্যালাউন্স, লোড এ্যালাউন্স, ব্যাংকার এ্যালাউন্স এবং হাই পারফরমেন্স বোনাসসহস্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে।
৪। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৫। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
৬। ইতিপূর্বে যারা টিএমএসএস–এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না।
৭। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। কতৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
| পরিচালক এ ফোনঃ ০৫১-৬৫৭১৯, ৭৮৫৬৯ Web: www.tmss-bd.org |
বছরের বড় কর্ম সুযোগ এনজিওতে বছরের বড় কর্ম সুযোগ এনজিওতে বছরের বড় কর্ম সুযোগ এনজিওতে বছরের বড় কর্ম সুযোগ এনজিওতে বছরের বড় কর্ম সুযোগ এনজিওতে
| সতর্ক বার্তা বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্য হলো প্রার্থীদের প্রতারিত করা। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নেওয়া হয়। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই মনে রাখুন: 👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না। 👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না। 👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য যেমন NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP কখনো শেয়ার করবেন না। 👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। সতর্কতা অবলম্বন করলে আপনি ভুয়া চাকরি বিজ্ঞাপন থেকে নিরাপদ থাকবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সময়ের সংলাপের ফেইসবুক পেইজ গুম প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি বাংলাদেশে পেপ্যাল আসার সম্ভাবনা সন্ধানী লাইফ ইন্সুরেন্স চাকরি বিজ্ঞপ্তি |
বাড়িতে বসে বাংলা স্টাইলে শাওয়ার্মা রেসিপি
বাড়িতে বসে বাংলা স্টাইলে শাওয়ার্মা রেসিপি
ফিরনি রেসিপি রেস্টৃুরেন্ট স্টাইল
রেস্তোরাঁ স্টাইল কাশ্মীরি বিরিয়ানি – ঘরোয়া স্বাদে

