বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে
বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে
ন্যাচারাল মেডিসিনের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ক্রমবিকাশমান। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি বাংলাদেশে ন্যাচারাল মেডিসিন আধুনিকায়নের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে হামদর্দ বাংলাদেশ। শতাব্দীব্যাপী নিরবচ্ছিন্ন গবেষণা ও সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ও জি.এম.পি অনুসরণ করে হামদর্দ বাংলাদেশ ইউনানী, আয়ুর্বেদিক এবং হারবাল ওষুধকে আধুনিক পরিবেশনায় উৎপাদন ও বাজারজাত করছে। হামদর্দ হলিস্টিক প্রোডাক্ট এবং হলিস্টিক চিকিৎসা সেবা দেশের সকল মানুষের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেয়া ও মার্কেট সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য সৎ, উদ্যমী, গতিশীল, পরিশ্রমী ও টার্গেট অর্জনে দৃঢ় প্রত্যয়ী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে।
• মেডিকেল প্রতিনিধি (Medical Representative)
• শিক্ষাগত যোগ্যতা- স্নাতক (সম্মান/পাস)/ সমমান (বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
• বিক্রয় প্রতিনিধি (Sales Representative)
• শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি/সমমান (বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর
প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশীট, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং মোবাইল নম্বর, ই-মেইল, ব্লাড গ্রুপ ও উচ্চতা উল্লেখসহ পূর্ণ জীবন বৃত্তান্ত
নোট: প্রার্থীর স্বহস্তে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবরে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২২ইং । উক্ত পদসমূহে ফেরতযোগ্য জামানত আবশ্যক।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ
হেড অফিস। রূপায়ন ট্রেড সেন্টার, লেভেল: ১২-১৩, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলামটর, ঢাকা-১000। www.hamdard.com.bd
| সতর্ক বার্তা বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্য হলো প্রার্থীদের প্রতারিত করা। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নেওয়া হয়। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই মনে রাখুন: 👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না। 👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না। 👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য যেমন NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP কখনো শেয়ার করবেন না। 👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। সতর্কতা অবলম্বন করলে আপনি ভুয়া চাকরি বিজ্ঞাপন থেকে নিরাপদ থাকবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সময়ের সংলাপের ফেইসবুক পেইজ গুম প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি বাংলাদেশে পেপ্যাল আসার সম্ভাবনা সন্ধানী লাইফ ইন্সুরেন্স চাকরি বিজ্ঞপ্তি |
বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে বিক্রয় প্রতিনিধি লাগবে হামদার্দে

