ফিতা দিয়েই মেপে নিন গরুর ওজন
ফিতা দিয়েই মেপে নিন গরুর ওজন

চলছে কুরবানী আর আমরা গরুর হাটে গরু কিনতে গিয়ে অনেক বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে, কেননা আমাদের গরুর ওজন সম্পর্কে তেমন কোন ধারনা নেই। তাই গরু কিনতে গেলে দ্বিধায় পরতে হয়। গরু কিনে জিতব না কি ঠকব এমন সমস্যার সহজ সমাধান চলে এসেছে , গানিতিক পদ্ধতিতে গরুর ওজন নির্নয়ের এক সহজ সমাধান চলে এসেছে যা খুবই সহজ পদ্ধতি । এই গরুর ওজন নির্নয়ের জন্য আপনার শুধু দরকার হবে একটি গজ/ফিতা আর ক্যালকুলেটর।
গরুর ওজন মাপার জন্য আপনার গরুটাকে সোজা করে দাড়া করে নিন। এরপরে গরুর পাজরের উঁচু হাড় থেকে পশ্চাৎদেশ বা লেজ পর্যন্ত দৈর্ঘ্য মেপে নিন । এরপর গরুটির বেড় মেপে নিতে হবে।
এরপর হিসাব করলেই হবে।
যেমন পাজরের উঁচু হাড় থেকে পশ্চাৎদেশ পর্যন্ত দৈর্ঘ্য(L) এবং কোমড়ের বেড় (G) ধরেন । দৈর্ঘ্য(L) আর বেড়(G) মাপা হয়ে গেল,এবার আমরা হিসাব করে ফেলতে পারব গরুটির আনুমানিক ওজন কত।
সুত্র = (L X G X G)/660 কেজি।
উদাহরনঃ- গরুটির দৈর্ঘ্য বা (L) জদি ৬০ ইঞ্চি হয় এবং বেড় (G) জদি ৬৫ হয় তাহলে (দৈর্ঘ্য ৬০ ইঞ্চি X বেড় ৬৫ X বেড় ৬৫)/ ৬৬০ ( এখানে গরুর বেড় কে দুইবার ধরে বর্গ করেত হবে)
৬০ X৬৫ X৬৫/৬৬০=৩৮৪ কেজি গরুটির মাথা, পা ও কলিজা, চামড়া, ভুড়ি সহ।

ফিতা দিয়েই মেপে নিন গরুর ওজন েফিতা দিয়েই মেপে নিন গরুর ওজন ফিতা দিয়েই মেপে নিন গরুর ওজন ফিতা দিয়েই মেপে নিন গরুর ওজন
Meghna Bearing Industries Career Opportunity
United co-operative society NGO Job
ইবনে সিনা ট্রাস্ট অভিজ্ঞতা ছাড়া চাকরি
কাজী ফার্মস গ্রুপে চাকরির সুযোগ

