New job circular The ACME laboratories ltd
New job circular The ACME laboratories ltd
| দেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এ নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের উল্লেখিত ঠিকানায় | উপস্থিত হওয়ার জন্য আহবান করা হচ্ছে। | |
| প্রতিষ্ঠানের নাম:-দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড |
| পদের নাম: জুনিয়র এস.আর |
| দায়িত্ব | + অর্ডার অনুযায়ী সংশ্লিষ্ট পার্টি কে সময় মতাে ওষুধ সরবরাহ করা + বিলের টাকা সংগ্রহ করে কোম্পানীর ব্যাংক হিসাবে জমা নিশ্চিত করা |
| শিক্ষাগত যোগ্যতা | প্রার্থীকে নূন্যতম এইচ.এস.সি এবং বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে |
| বেতন, অন্যান্য সুযোগ সুবিধা | + আকর্ষনীয় বেতন কাঠামো + টিএ/ডিএ, উৎসব বোনাস, + পারফরমেন্স বোনাস, + প্রভিডেন্ট ফান্ড, + গ্র্যাচুইটি, + গ্রুপ ইস্যুরেন্সসহ আরো অন্যান্য |
| বয়স | সর্বোচ্চ ৩০ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। |
| কর্মস্থল | বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিক্রয়কেন্দ্র সমূহ। |
| পদের নাম:- জুনিয়র প্যাকিংম্যান |
| দায়িত্ব | + প্রার্থীকে বিল অনুযায়ী ঔষধসমুহ সঠিকভাবে প্যাকিং ও বিতরণ নিশ্চিত করতে হবে। + বিক্রয়কেন্দ্রের ঔষধসমুহ লোডিং এবং আনলোডিং এর কাজে সহায়তা করতে হবে। + রুটিন কাজের বাহিরে প্রার্থীকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে যে কোন কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। + প্রার্থীকে কোম্পানীর যেকোন ডিপোতে/স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতা | প্রার্থীকে নূন্যতম এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্যের অধিকারী হতে হবে |
| বেতন, অন্যান্য সুযোগ সুবিধা | + আকর্ষনীয় বেতন কাঠামো + টিএ/ডিএ, উৎসব বোনাস, + পারফরমেন্স বোনাস, + প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, + গ্রুপ ইস্যুরেন্সসহ আরো অন্যান্য |
| বয়স | সর্বোচ্চ ৩০ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। |
| কর্মস্থল | বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিক্রয়কেন্দ্র সমূহ। |
| উপযুক্ত এসআর ও প্যাকিংম্যান প্রার্থীদেরকে আবেদনপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও মূল সনদপত্র সহ নিম্নলিখিত। | ঠিকানায় ও তারিখে উপস্থিত থাকতে অনু করা যাচ্ছে।। |
ঠিকানা
| ফরিদপুর | ২৭/১৯/২ মোল্লাবাড়ি সড়ক , গোয়ালচামট, ফরিদপুর | ০৭ নভেম্বর ২০২১ (রবিবার) শুধুমাত্র এস. আর |
| ০৮ নভেম্বর ২০২১ ( সোমবার ) শুধুমাত্র প্যাকিংম্যান | ||
| ফেনী | ২১০, একাডেমি, ফেনী সদর , ফেনী | ০৭ নভেম্বর ২০২১ (রবিবার) শুধুমাত্র এস. আর |
| ০৮ নভেম্বর ২০২১ ( সোমবার ) শুধুমাত্র প্যাকিংম্যান | ||
| সিলেট | চৌকিদেখী, এয়ারপোর্ট রোড, | ০৭ নভেম্বর ২০২১ (রবিবার) শুধুমাত্র এস. আর |
| ০৮ নভেম্বর ২০২১ ( সোমবার ) শুধুমাত্র প্যাকিংম্যান | ||
| নারায়ণগঞ্জ | ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড, কুতুবপুর , ফতুল্লা, নারায়ণগঞ্জ | ১০ নভেম্বর ২০২১ ( বুধবার ) শুধুমাত্র এস. আর |
| ১১ নভেম্বর ২০২১ (বৃহস্পতিবার) শুধুমাত্র প্যাকিংম্যান |
| পদের নাম: ড্রাইভার প্রার্থীকে অষ্টম শ্রেণী/সমমানের পরীক্ষায় পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ বাস/পিকআপ/ ডেলিভারি ভ্যান/প্রাইভেট কার চালনায় নূন্যতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হেভি লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে। কোম্পানির যেকোন অফিস/ডিপো/স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর। আগ্রহী ড্রাইভার প্রার্থীদেরকে |
আগামী ১৩ই নভেম্বর (শনিবার) ২০২১ ইং তারিখের মধ্যে বিভাগীয় ।প্রধান-মানবসম্পদ, দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কোর্ট-ডি-লা এমি, ১/৪ কল্যাণপুর, | মিরপুর রোড, ঢাকা-১২০৭ ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
