Jobs circular

দিশা এনজিওতে চাকরির সুযোগ Disa NGO

Spread the love

দিশা এনজিওতে চাকরির সুযোগ Disa NGO

সনদ নং০০০১৪১,

স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া।

”দিশা” স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় সঞ্চয় ও ঋণ কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও ইডকল-এর সহযোগী সংস্থা হিসেবে সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস ও উন্নত চুলা কর্মসূচী পরিচালনা করছে। সংস্থার নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

জোনাল ম্যানেজার (সঞ্চয় ও ঋণ কর্মসূচী)
  • পদ সংখ্যাঃ- ৫ জন।
  • বেতন শিক্ষানবিশকালে ৩৭,৪০০/- টাকা চাকুরী স্থায়ী হলে ৪৩,৩৭৫/- টাকা।
  • প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর/সমমান পাশ হতে হবে।
  • বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
  • পিকেএসএফ-এর সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ৫ বছরসহ সঞ্চয় ও ঋণ কর্মসূচীতে ৮ বছরের বাস্তব অভিভন্নতা থাকতে হবে।
এরিয়া ম্যানেজার (সঞ্চয় ও ঋণ কর্মসূচী)
  • পদ সংখ্যাঃ- ১০ জন।
  • বেতন শিক্ষানবিশকালে ৩৩,৯০০/- টাকা চাকুরী স্থায়ী হলে ৩৯,৬৩৯/- টাকা।
  •  প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর/সমমান পাশ হতে হবে।
  • বয়স সর্বোচ্চ ৪০ বছর।
  • পিকেএসএফ-এর সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ৩ বছরসহ সঞ্চয় ও ঋণ কর্মসূচীতে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ব্রাঞ্চ ম্যানেজার (সঞ্চয় ও ঋণ কর্মসূচী)
  • পদ সংখ্যা ৩০ জন।
  • বেতন শিক্ষানবিশকালে ২৫,৪০০/- টাকা চাকুরী স্থায়ী হলে ২৯,৫০৬/- টাকা।
  • প্রার্থীকে ন্যূনতম স্নাতক/সমমান পাশ হতে হবে।
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
  • পিকেএসএফ-এর সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ২ বছরসহ সঞ্চয় ও ঋণ | কর্মসূচীতে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী ব্রাঞ্চ ম্যানেজার/এমই ইনভেষ্টমেন্ট অফিসার (সঞ্চয় ও ঋণ কর্মসূচী)
  • পদ সংখ্যাঃ- ৪০ জন।
  •  বেতন শিক্ষানবিশকালে ২২,৪০০/- টাকা; চাকুরী স্থায়ী হলে ২৬.২৩৫/- টাকা।
  • প্রার্থীকে ন্যূনতম স্নাতক/সমমান পাশ হতে হবে।
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
  •  পিকেএসএফ-এর সহযোগী সংস্থায়। সমপর্যায়ের পদে কমপক্ষে ২ বছরসহ সঞ্চয় ও ঋণ কর্মসূচীতে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
সহকারী এমআইএস এন্ড আইটি কর্মকর্তা
  • পদ সংখ্যা ০৩ জন।
  •  বেতন শিক্ষানবিশকালে ১৮,৯০০/- টাকা | চাকুরী স্থায়ী হলে ২১,৩২০/- টাকা।
  •  প্রার্থীকে ন্যূনতম স্নাতক/সমমান পাশ হতে হবে।
  •  বয়স সবেচি ৩৫ বছর।
  • পিকেএসএফ-এর সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ২ বছরসহ সঞ্চয় ও ঋণ কর্মসূচীতে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র ক্রেডিট অফিসার (সঞ্চয় ও ঋণ কর্মসূচী)
  • পদ সংখ্যাঃ- ১৫০ জন।
  •  বেতন শিক্ষানবিশকালে ১৬,৯০০/- টাকা; চাকুরী স্থায়ী হলে ১৯,২১৫/- টাকা।
  • প্রার্থীকে ন্যূনতম স্নাতক/সমমান পাশ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
  • অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
শর্তাবলী
  • ৬ (ছয়) মাস শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরে ২টি উৎসব ভাতা,
  •  বৈশাখী ভাতা
  •  বার্ষিক ইনক্রিমেন্ট,
  •  কর্মী কল্যাণ তহবিল সুবিধা
  • কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড
  •  গ্রাচ্যুইটি, গ্রুপ ইস্যুরেন্স প্রাপ্য হবেন।
  • এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা
  •  মোবাইল বিল
  • জ্বালানী বিল
  • উৎসাহ ভাতা
  • পারফরমেন্স বোনাস
  • আবাসনসহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্য হবেন।
সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। চাকুরীতে যোগদানকালে ১, ২. ৩ নং পদের জন্য ১২.০০০/-টাকা এবং ৪, ৫, ৬ নং পদের জন্য ১০,০০০/- টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। এছাড়াও এস,এস,সি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে (প্রয়োজনে সাময়িক হস্তান্তরযোগ্য)।
আবেদনের নিয়ম
  •  আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন-বৃত্তান্তসহ আবেদনপত্র,
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি
  • জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
  • নাগরিকত্ব সনদপত্র
  • সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
  • মোবাইল নম্বর
উল্লেখপূর্বক ২৩/১০/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, দিশী টাওয়ার, উপজেলা মোড় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হ’ল। খামের উপর পদের নাম উল্লেখ করুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *