Jobs circular

দারিদ্র বিমোচন সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি পদ ৪০ টি

Spread the love

দারিদ্র বিমোচন সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি পদ ৪০ টি

PKSF এর আর্থিক সহায়তায় এবং এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৭৯১-০১৬৩২-০০২৬৬) ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) এর অধীনে পরিচালিত কৃষি ও প্রাণীসম্পদ ইউনিট এবং সংস্থার। ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে “নির্বাহী পরিচালক” বরাবর আবেদন আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম:- দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)
পদের নাম:- প্রাণীসম্পদ কর্মকর্তা
পদ সংখ্যা
  • ০৫ 
বয়স:-
  • সর্বোচ্চ ৪০ বছর
বেতন
  • সর্বসাকুল্যে মাসিক ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার মাত্র)
  •  পিকেএসএফ এর যেকোন সহযোগী সংস্থায়  সংশিষ্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্নদের  জিন্য মাসিক ৪০,০০০/- (চলিশ হাজার মাত্র) টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ
  • যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সের ওপরে স্নাতক/ স্নাতকোত্তর
পদের নাম:- এরিয়া ম্যানেজার  
পদ সংখ্যা
  • ০৫ জন
বয়স
  • সর্বোচ্চ ৪০ বছর
কাজের ধরন
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম
বেতন
  • র্বসাকুল্যে ৩৫,৫০০/- (পঁয়ত্রিশ হাজার পাঁচশত মাত্র) টাকা
  • সংশিষ্ট পদে অন্তত পাঁচ বছর দায়িত্ব পালনে অভিজ্ঞদের বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
  • যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পিকেএসএফ এরযেকোন সহযোগী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
পদের নাম:- সিনিয়র ম্যানেজার
পদ সংখ্যা
  • ১০ টি
বয়স
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
বেতন
  • সর্বসাকুল্যে ৩০,০০০/- (ত্রিশ হাজার মাত্র)
শিক্ষাগত যোগ্যতা
  • যেকোন স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর।
  • পিকেএসএফ  এর যেকোন সহযোগী প্রতিষ্ঠানে  সংশ্লিষ্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা।
কাজের ধরন
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম
পদের নাম:- সিনিয়র ক্রেডিট অফিসার
পদ সংখ্যা
  • ২০ টি
বয়স
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
কাজের ধরন
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম
বেতন
  • প্রাথমিকভাবে ৬ মাস শিক্ষানবিসকালীন সর্বসাকুল্যে ১৬,০০০/- (ষোল হাজার মাত্র) টাকা
  • ’ শিক্ষানবিসকাল অতিক্রম হলে সর্বসাকুল্যে ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা
শিক্ষাগত যোগ্যতা
  • যেকোন স্বীকৃত কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
 শর্তাবলীঃ

 ১। শুধুমাত্র ১, ২ ও ৩নং পদের জন্য প্রার্থীর নিজস্ব মেটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়।

২। সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক ২টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রাপ্ত হবে। শুধুমাত্র ২, ৩ ও ৪ | নং পদের জন্য সিপিএফ, গ্রাচুইটি, ইনক্রিমেন্ট সুবিধা প্রদান করা হবে।

৩। সকল পদের জন্য কম্পিউটার এমএস ওয়ার্ড, এমএস এক্সেলে কাজ জানা আবশ্যক।

৪। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, চার কপি পাসপোর্ট সাইজ ছবি, এন আইডি ফটোকপি, পূর্ণজীবন বৃত্তান্ত (মোবাইল নাম্বারসহ) এবং নিজ হস্তে লেখা আবেদন সংযুক্ত করে আগামী ২রা ডিসেম্বর, রােজ বৃহস্পতিবার, ২০২১-এর মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় ডাকযোাগে/কুরিয়ার এর মাধ্যমে প্রেরণ করতে হবে।

 খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

বিঃদ্রঃ- উপরোক্ত সকল পদে প্যানেল তৈরীর লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে। ঠিকানা : নির্বাহী পরিচালক, দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস), ফুলবাগান রোড, মূখার্জীপাড়া, মেহেরপুর-৭১০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *