Jobs circular

ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ -এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ -এ নিয়োগ বিজ্ঞপ্তি

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
ঝালকাঠি টেকনিক্যাল স্কুল ও কলেজ
Email:tscjhalokathi@gmail.com  

গণপ্রজাতন্ত্রী বায়লাদেশ সরকারের অর্থ  মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত স্কিলস ফর ইমপ্লয়মেন্ট প্রোগ্রাম (SEIP) এর ট্রান্স-৩ এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে দৈনিক সম্মানী প্রদানের ভিত্তিতে মনোনয়ন প্রদানের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্র.নংপদের নামপদের সংখ্যাকাজের ধরনশিক্ষাগত যোগ্যতাবেতন
০১অতিথি প্রশিক্ষক ( আইটি সাপোর্ট টেকনেশিয়ান)০১সাপ্তাহিক/গেজেটেড ছুটি  ব্যাতীত সকল কর্ম দিবসে ৪ ঘন্টা  করে অথবা সিডিউল মোতাবেক  প্রশিক্ষণ প্রদানকোন স্বীকৃত ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসসহ শিল্প কারখানায় ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় ১০ বছরের অভিজ্ঞ সম্পন্ন ফোরম্যান/মাস্টার ক্রাফটসম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্যSEIP প্রকল্পের বিধি মোতাবেক
০২অতিথি প্রশিক্ষক (গ্রাফিক্স ডিজাইন)০১সাপ্তাহিক/গেজেটেড ছুটি  ব্যাতীত সকল কর্ম দিবসে ৪ ঘন্টা  করে অথবা সিডিউল মোতাবেক  প্রশিক্ষণ প্রদানকোন স্বীকৃত ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসসহ শিল্প কারখানায় ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় ১০ বছরের অভিজ্ঞ সম্পন্ন ফোরম্যান/মাস্টার ক্রাফটসম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্যSEIP প্রকল্পের বিধি মোতাবেক
০৩অতিথি প্রশিক্ষক (সুইং মেশিন অপারেশন)  ০১ সাপ্তাহিক/গেজেটেড ছুটি  ব্যাতীত সকল কর্ম দিবসে ৪ ঘন্টা  করে অথবা সিডিউল মোতাবেক  প্রশিক্ষণ প্রদানকোন স্বীকৃত ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসসহ শিল্প কারখানায় ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় ১০ বছরের অভিজ্ঞ সম্পন্ন ফোরম্যান/মাস্টার ক্রাফটসম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্যSEIP প্রকল্পের বিধি মোতাবেক
০৪অতিথি প্রশিক্ষক ( মিড লেভেল অপারেশন) ০১  সাপ্তাহিক/গেজেটেড ছুটি  ব্যাতীত সকল কর্ম দিবসে ৪ ঘন্টা  করে অথবা সিডিউল মোতাবেক  প্রশিক্ষণ প্রদানকোন স্বীকৃত ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসসহ শিল্প কারখানায় ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় ১০ বছরের অভিজ্ঞ সম্পন্ন ফোরম্যান/মাস্টার ক্রাফটসম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্যSEIP প্রকল্পের বিধি মোতাবেক
০৫অতিথি প্রশিক্ষক ( ইলেকট্রিক্যাল) ০১  সাপ্তাহিক/গেজেটেড ছুটি  ব্যাতীত সকল কর্ম দিবসে ৪ ঘন্টা  করে অথবা সিডিউল মোতাবেক  প্রশিক্ষণ প্রদানকোন স্বীকৃত ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসসহ শিল্প কারখানায় ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় ১০ বছরের অভিজ্ঞ সম্পন্ন ফোরম্যান/মাস্টার ক্রাফটসম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্যSEIP প্রকল্পের বিধি মোতাবেক
০৬জব প্লেসমেন্ট অফিসার            ০১সার্টিফাইড প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে জব প্লেইস নিশ্চিতকরণবিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসসহ শিল্প কারখানায় ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে শিল্পপ্রতিষ্ঠানে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতাSEIP প্রকল্পের বিধি মোতাবেক

শর্তাবলীঃ

০১। প্রকল্প মেয়াদকালীন সময় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বর্ণিত পদসমূহে মনোনয়ন প্রদান করা হবে। প্রকল্প বিরোধী যে কোন কর্মকান্ডের ফলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

০২। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ ৩০.০৯.২০২১ খ্রিঃ তারিখের মধ্যে অধ্যক্ষ, ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঝালকাঠি বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে হাতে হাতে ডাক/কুরিয়ারে পৌছাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর ও ই-মেইল আইডি থাকতে হবে। খামের উপরে পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্ট করে অবশ্যই উল্লেখ করতে হবে।

০৩। অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

০৪। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীর ই-মেইলে/মোবাইলে জানানো হবে।

০৫। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপির সঙ্গে আনতে হবে।

০৬। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৭। মনোনয়ন সংক্রান্ত পরীক্ষায় যাতায়াতের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

০৮। সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃক আরোপিত সকল বিধি বিধান প্রযোজ্য হবে।

০৯। কোন প্রকান কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

নীল রতন দত্ত
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঝালকাঠি
ফোনঃ ০৪৯৮-৬৩০৮৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *