রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নম্বর ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৭)। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
ঋণকার্যক্রমেএরিয়াব্যবস্থাপনাপর্যায়ে কমপক্ষে২বছরেরবাস্তবঅভিজ্ঞতাথাকতেহবে। MS Office পরিচালনায়অবশ্যইদক্ষহতেহবে।
বয়স
সর্বোচ্চ৪০বছর
৩। পদের নামঃ- শাখাব্যবস্থাপক (বি.এম)
পদ সংখ্যা
২০০ টি
বেতনঃ-
মূলবেতন১৬,২০০/
৩১,৮৮০/- হতে৩৩,৫০০/- (নিয়মিতকরণেরআগে)
৩৪,৩১০/- হতে৩৫,৯০০/- (নিয়মিতকরণেরপরে)।
শিক্ষাগতযোগ্যতা
স্নাতক পাশ
অভিজ্ঞতাওঅন্যান্যযোগ্যতা
ঋণকার্যক্রমেশাখাব্যবস্থাপক (বি.এম) পর্যায়ে কমপক্ষে২বছরেরবাস্তবঅভিজ্ঞতাথাকতেহবে। MS Office পরিচালনায়অবশ্যইদক্ষহতেহবে।
বয়স
সর্বোচ্চ৩৫বছর
৪। পদের নামঃ- শাখাহিসাবরক্ষণকর্মকর্তা (বি.এ.ও)
পদ সংখ্যা
২০০ টি
বেতনঃ-
মূলবেতন১৩,৪০০/-
২৬,৫৬০/- হতে২৭,৯০০/-/- (নিয়মিতকরণেরআগে)
২৮,৫৭০/- হতে ২৯,৯১০/- (নিয়মিতকরণেরপরে)।
শিক্ষাগতযোগ্যতা
স্নাতক পাশ বানিজ্যেস্নাতক অগ্রাধিকার দেয়া হবে
অভিজ্ঞতাওঅন্যান্যযোগ্যতা
ঋণ কার্যক্রমে শাখা হিসাবরক্ষণ পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MIS & FIS প্রতিবেদন প্রস্তুতে পারদর্শি হতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।
শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ০৬/০১/২০২২ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরীর অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এক, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org এ পাওয়া যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর পদ ও কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ সংস্থা নিয়োগ প্রক্রিয়ায় বিকাশ/রকেট বা অন্য কোনো মাধ্যমে প্রার্থীদের সাথে কোনরুপ আর্থিক লেনদেন করে না।
নিয়োগের মেগা ঘোষণা RIC এনজিও নিয়োগের মেগা ঘোষণা RIC এনজিও নিয়োগের মেগা ঘোষণা RIC এনজিও নিয়োগের মেগা ঘোষণা RIC এনজিও নিয়োগের মেগা ঘোষণা RIC এনজিও নিয়োগের মেগা ঘোষণা RIC এনজিও নিয়োগের মেগা ঘোষণা RIC এনজিও
সতর্কবার্তা
বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্য হলো প্রার্থীদের প্রতারিত করা। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নেওয়া হয়। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই মনে রাখুন: 👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না। 👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না। 👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য যেমন NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP কখনো শেয়ার করবেন না। 👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। সতর্কতা অবলম্বন করলে আপনি ভুয়া চাকরি বিজ্ঞাপন থেকে নিরাপদ থাকবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সময়ের সংলাপের ফেইসবুক পেইজ গুম প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি বাংলাদেশে পেপ্যাল আসার সম্ভাবনা সন্ধানী লাইফ ইন্সুরেন্স চাকরি বিজ্ঞপ্তি