Jobs circular

আশা এনজিওতে চাকরির সুযোগ

Spread the love

আশা এনজিওতে চাকরির সুযোগ

‘আশা’ বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান (MFI)। সংস্থাটি সারা দেশব্যাপী বিস্তৃত ৩,০৭৩টি ব্রাঞ্চের মাধ্যমে ২৫,৪৪০ জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় ৭৪ লক্ষ সদস্যকে ক্ষুদ্রঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানের মাঠ ও কেন্দ্রীয় কার্যালয়ের জন্য নিম্নোক্ত পদে জনবল নিয়োগ দেয়া হবেঃ

পদের নাম ও সংখ্যা :- এ্যাকাউন্টস মনিটরিং অফিসার-

পদ সংখ্যাঃ- ২৩টি। শিক্ষাগত যোগ্যতা ঃ- যে কোন স্বকৃীত বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং মিন্যাল / ম্যানেজমেন্ট/মার্কেটিং-এ সম্মানসহ স্নাতকোত্তর অথবা বিবিএসহ এমবিএ। শিক্ষা জীবনের যে কোন ২টি পরীক্ষায় ১ম বিভাগ/শ্রেণি/ Minimum GPA 3.50 out of 5.00 / GPA 3.00 out of 4.00 সহ অন্যান্য সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি/ GPA 2.50 out of 5.00 / GPA 2.25 out of 4.00 থাকতে হবে। স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। মাইক্রোসফট্ অফিস এ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল | ইত্যাদি) এবং বাংলা টাইপিং অবশ্যই জানা থাকতে হবে। ৩১ ডিসেম্বর / ২২ পর্যন্ত বয়স অনু ৩২ বছর NID কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী শিক্ষানবিশ কালে মাসিক সর্বসাকুল্যে বেতন 80,000/- টাকা

পদের নামঃ- জু. ডেটা ম্যানেজমেন্ট অফিসার-

পদ সংখ্যাঃ- ১ টি

শিক্ষাগত যোগ্যতা ঃ- যে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ। মাইক্রোসফট অফিস এর উপর ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ কোর্স সম্পন্নধারী হতে হবে। টাইপিং স্পীড প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজী-৩০ শব্দ। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ও এমএস এক্সেস -এর কাজে পারদর্শী হতে হবে। বিশেষত: এমএস এক্সেল -এ বিভিন্ন সূত্রের ব্যবহার, ক্যালকুলেশন ও ডেটা এ্যানালাইসিস এর কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। বেসিক প্রোগ্রামিং নলেজ থাকতে হবে। B.Sc. in CSE / Diploma in Computer Science ডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। ৩১ ডিসেম্বর/২২ পর্যন্ত বয়স অনু ৩০ বছর। (NID PIC উল্লেখিত জন্য তারিখ অনুযায়ী) শিক্ষানবিশ কালে মাসিক বেতন সর্বসাকুলে্য ৩৪,৫০০/-টাকা।

কর্মস্থলঃ ১নং পদের কর্মস্থল হবে আশা’র মাঠ পর্যায় (জেলা সদর)। কর্মস্থল মাঠ পর্যায়ে হবে বিধায় | প্রার্থীদের বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে মাঠ পর্যায়ে আশা’র যে বিভাগে পোস্টিং দেয়া হবে সেই বিভাগের আওতাধীন ব্রাহ্মসমূহে অবস্থান করে ব্রাঞ্চ মনিটরিংয়ের দায়িত্ব পালন করতে হবে। ২নং পদের কর্মস্থল হবে আশা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিঃ

সকল পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে ১ বছর। শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মমূল্যায়নপূর্বক পারফরম্যান্স সন্তোষজনক পাওয়া সাপেক্ষে নিম্নমিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসেবে পি.এফ ও গ্র্যাচুইটি সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দু’টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড, কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে।

শর্তাবলীঃ-

প্রার্থীদের অবশ্যই অধুমপায়ী, উদ্যমী এবং সদালাপি হতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন-বৃ -বৃত্তান্ত (মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সহ) সহ আবেদন আগামী ২০/১২/২০২২ইং তারিখের মধ্যে http://jobs.asabd.org অথবা www.bdjobs.com -এর মাধ্যমে পাঠাতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা’র নিয়মানুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের হারে লভ্যাংশ দেয়া হবে।

University Grants Commission (UGC) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা কোর্স/প্রোগ্রাম এর অনুমোদন/বৈধতা আছে শুধুমাত্র এমন প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে(কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে

‘আশা’ সকল প্রকার অনুদানমুক্ত, আত্মনির্ভর ক্ষুদ্রঋণ ও উন্নয়নমূলক একটি অধুমপায়ী সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সম নম্বরঃ ০০৪१०-00-00 00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *