Sports

আফিফ-মিরাজের বীরত্বে 4 উইকেটের জয় বাংলাদেশের

Spread the love

আফিফ-মিরাজের বীরত্বে 4 উইকেটের জয় বাংলাদেশের

রেকর্ড পার্টনারশিপে বাংলাদেশ জিতলেও আক্ষেপের শেষ ছিলোনা এই দিনে। বাংলাদেশ আফগানিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। বাংলাদেশের ধারাবাহিক ভালো বোলিংয়ে ২১৫ রানেই আলআউট হয়ে যায় আফগানিস্তান। মোস্তাফিজুর ৩ উইকেট পাওয়ার সাথে সাথে তাসকিন, শরিফুল এবং সাকিব ২ টি করে উইকেট পায়।

আরও পড়ুনঃ-আইপিএল নিলামে নিজেদের গবাদি পশু মনে হয় : উথাপ্পা

২১৬ রানের সহজ টার্গেটে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে ফাজাল আল ফারুকীর বোলিং তান্ডবে যেন দিশেহারা হয়ে যায় বাংলাদেশের টপ অর্ডার। বাংলাদেশের দলিও ৪৫ রানের মধ্যে টপ ৬ প্যাভিলিয়নে ফিরে যায়। তখন বাংলাদেশের দর্শকদের হয়তো অনেকেই তখন ভেবেছে বাংলাদেশ লজ্জার হার পেতে চলছে। কিন্তু তখন ক্রিজে আফিফ এবং মিরাজ নিজেদের সেরাটা খেলে চলছে এবং রেকর্ড ব্রেকিং ১৭৪ রানের পার্টনারশিপে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে। আফিফ ৯৩ এবং মিরাজ ৮১ রানে অপরাজিত ছিল। তাদের হার না মানা অসাধারণ ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পেয়ে যায় ৪ উইকেটের।

ম্যান অফদা ম্যাচ হয় মেহেদী হাসান মিরাজ।

স্কোরঃ-

আফগানিস্তান ২১৫/১০

বাংলাদেশ ২১৯/৬

আফিফ-মিরাজের বীরত্বে 4 উইকেটের জয় বাংলাদেশের আফিফ-মিরাজের বীরত্বে 4 উইকেটের জয় বাংলাদেশের

আফিফ-মিরাজ
আফিফ-মিরাজ
Bangladesh_Cricket_ Bord- Logo
বাংলাদেশ বনাম আফগানিস্তান
বাংলাদেশ বনাম আফগানিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *