আফগানিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ
আফগানিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করেছেন । তালেবান প্রায় দুই দশক পর তারা ক্ষমতা হাতে পেয়েছে। কাবুলে হামলা করবে না তালেবান এমন শর্তে আফগান সরকার সমঝোতায় এসেছে। ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে তালেবানের প্রধান নেতা মোল্লা আব্দুল গনি বরাদত সহ একটি প্রতিনিধি দল আফগান প্রেসিডেন্টের বাসায় গিয়েছে। সেখানে আমেরিকান এবং কাতারের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠকটি হয় প্রায় ৪৫ মিনিট ধরে। আলোচনার ফল হিসেবে ধরা যায় আফগানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মোল্লা আব্দুল গনি বরাদত। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রনালয় জানিয়েছেন আফগান সরকার ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে এবং অন্তবর্তী কালিন সরকার গঠনের কাজ শুরু হয়েছে।
তালেবানের পক্ষ থেকে বলা হয় ”আমরা গায়ের জোরে বা রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় আসতে চাইনা, শান্তিপূর্ণ ভাবেই ক্ষমতা হস্তান্তর চাই। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে যে সাধারন মানুষ যেন দুভোগে না পরে এমন কি তারা যেনো কোন হিংসাত্ত্বক আচরনের মুখোমুখি না হতে হয়ে এবং তাদের জীবন যাত্রায় যেনো কোন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ রাখা হচ্ছে ”।
আরও পড়ুনঃ-সাগরের নাম কেন হলো লোহিত সাগর?
বিদেশিদের বিষয়ে তালেবান একটি শর্ত আরোপ করে বলেন “বিদেশিরা ইচ্ছে করলে এখানে থাকতে পারে, নয়তো তাহারা চলেও যেতে পারে, তবে থাকতে হলে সব ধরনের নথিপত্র জমা দিয়ে থাকতে হবে”।
এর আগে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের ভিতরে ২৬টির দখন নিয়েছিলো তালেবান যোদ্ধারা। রবিবার কাবুল দখলের লক্ষে রাজধানী কাবুলের চারিদিক থেকে ঘিরে ফেলে ছিলো । তারপরই আফগান সরকার কোন উপায় না পেয়ে ক্ষমতা হস্তন্তরের সিদ্ধান্ত গ্রহন করে।

