Jobs circular

আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড নিয়োগ

আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড নিয়োগ

 আকিজ রিসোর্স এর অঙ্গ প্রতিষ্ঠান রেডিমিক্স কংক্রিট লিমিটেড-এর পণ্য রেডিমিক্স কংক্রিট বাজারজাতকরণে লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে সংশ্লিষ্ট কাজে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 পদের নাম:-

 অফিসার/ সিনিয়র অফিসার

 শিক্ষাগত যোগ্যতা:-  

 প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর  ও সমমান ডিগ্রি থাকতে হবে।

 অভিজ্ঞতা:-

 সংশ্লিষ্ট কাজে রেডিমিক্স কংক্রিট ইন্ডাস্ট্রিতে ন্যূনতম ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 বয়স:-

 সর্বোচ্চ ৩৫ বছর (৩০ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি পর্যন্ত)

  কর্মস্থল:-

 ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

 অন্যান্য যোগ্যতা:-

 প্রার্থীকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।  প্রার্থীকে অবশ্যই স্মার্ট চটপটে ও ভালো উপস্থাপনা দক্ষ সম্পন্ন হতে হবে।

 উপরে বর্ণিত পদের জন্য উল্লেখিত দায়িত্ব ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের  রঙিন ছবি অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ফোন নাম্বার সহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে মানবসম্পদ বিভাগ, আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড, আকিজ হাউস ১৯৮ বীর উত্তম শওকত সড়ক গুলশান তেজগাও লিংক রোড, তেজগাঁও, ঢাকা-১২০৮ এর বরাবর দরখাস্ত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে 

খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে

আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড নিয়োগ আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড নিয়োগ আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড নিয়োগ

সময় সংলাপ ফেইসবুক পেইজ

দেশে প্রথমবারের মতো শনাক্ত ‘Genotype IIIb’ ভাইরাস

আরও শক্তিশালী হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর

ঢাকা মেট্রোরেল (MRT Line-6) — বিস্তৃত বিশ্লেষণ

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসন (ISKCON)

খিরনিগাছ: পরিচিতি ব্যবহার ও উপকারিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *