Jobs circular

আকর্ষণীয় সুযোগ সুবিধায় কাজ

আকর্ষণীয় সুযোগ সুবিধায় কাজ

সৃজনী ফাউন্ডেশন” জাতীয় পর্যায়ের একটি বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি PKSF, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেশী বিদেশী দাতা সংস্থার অর্থায়নে ১৯৮৫ সাল থেকে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। অত্র সংস্থার সঞ্চয় ও ঋণ” কর্মসুচীতে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা ও শর্ত সাপেক্ষে সৎ, মেধাবী, কঠোর পরিশ্রমী ও সুঠাম দেহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নামঃ- সৃজনী ফাউন্ডেশন
১) পদের নামঃ- জোনাল ম্যানেজার (MF)
  • পদ সংখ্যাঃ- ০৮ টি
  • বয়সঃ- ৪০ বছর
  •  শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ
  • বেতনঃ- শিক্ষানবিশকালে ৩৫,০০০/- স্থায়ীকরণের পরে ৪০,০০০/-
অভিজ্ঞতা,দায়িত্ব ও কর্তব্যঃ-
  • PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে ৩০-৩৫ টি শাখা এবং ৭০-৭৫ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটারে মাইক্রোসফট অফিস, এক্সেল, এমএস ওয়ার্ড-এ পারদর্শী হতে হবে।
  • শাখার সঞ্চয় ও ঋণ কার্যক্রম, বায়োগ্যাস, গৃহঋণ ও সৌর বিদ্যুসহ সকল কার্যক্রম সুপারভিশন, মনিটরিং, এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জণসহ ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • দায়িত্বপ্রাপ্ত এরিয়ার সকল শাখা অফিস সমূহে চলতি বকেয়া শুন্য এবং মেয়াদ উর্ত্তীণ্য বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • শাখা পর্যায়ে ২৪ দিন রাত্রি অবস্থান করতে হবে।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আরও পড়ুনঃ- গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজিওতে ৮৮৪ জনবল নিয়োগ

২) পদের নামঃ- এরিয়া ম্যানেজার (MF)
  • পদ সংখ্যাঃ- ২৫ টি
  • বয়সঃ- ৩৮ বছর
  •  শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)
  • বেতনঃ- শিক্ষানবিশকালে ২৮,০০০/- স্থায়ীকরণের পরে ৩২,৫০০/-
অভিজ্ঞতা,দায়িত্ব ও কর্তব্যঃ-
  • PKSF এর সহায়তাপুষ্ট সনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে ৫-৭ টি শাখা অফিস পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটারে মাইক্রোসফট অফিস, এক্সেল, এমএস ওয়ার্ড-এ পারদর্শী হতে হবে।
  • শাখার সঞ্চয় ও ঋণ কার্যক্রম, বায়োগ্যাস, গৃহঋণ ও সৌর বিদ্যুৎসহ সকল কার্যক্রম সুপারভিশন, মনিটরিং এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনসহ ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • সংস্থার নিয়মানুযায়ী সমিতি পরিদর্শন ও সঠিকভাবে ঋণ  বাচাই করতে হবে।
  • MIS ও FIS রিপোর্ট প্রস্তুত করতে হবে।
  • চলতি বকেয়া শুন্য এবং মেয়াদ উত্তীর্ণ বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • শাখা পর্যায়ে ২৪ দিন রাত্রি অবস্থান করতে হবে।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আরও পড়ুনঃ- ৯৯০ জনবল নিয়োগ দিচ্ছে সিও বাংলাদেশ এনজিও “SEHEO” NGO Job

৩) পদের নামঃ- শাখা ব্যবস্থাপক (MF)
  • পদ সংখ্যাঃ- ৫০ টি
  • বয়সঃ- ৩৫ বছর
  •  শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)
  • বেতনঃ- শিক্ষানবিশকালে ২২,০০০/- স্থায়ীকরণের পরে ২৪,০০০/-
অভিজ্ঞতা,দায়িত্ব ও কর্তব্যঃ-
  • PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রম শাখা অফিস সুষ্ঠভাবে পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটারে মাইক্রোসফট অফিস, এক্সেল, এমএস ওয়ার্ড-এ পারদর্শী হতে হবে।
  • শাখার সঞ্চয় ও ঋণ কার্যক্রম, বায়োগ্যাস, গৃহঋণ ও সৌর বিদ্যুসহ সকল কার্যক্রম সুপারভিশন, মনিটরিং এবং লক্ষ্যমাত্রা অর্জনসহ ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • দক্ষতার সাথে অফিস ও কর্মী পরিচালনা এবং মনিটরিং করতে হবে।
  • সংস্থার নিয়মানুযায়ী সমিতি পরিদর্শন, সদস্য ভর্তি, ঋণী যাচাই করতে হবে।
  • MIS ও FIS রিপোর্ট প্রস্তুত করতে হবে।
  • চলতি বকেয়া শুন্য এবং মেয়াদ উত্তীর্ণ বকেয়া আদায়ের লক্ষমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে হবে। এছাড়াও সংস্থা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
  •  অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আরও পড়ুনঃ- ১১৬৫ জনবল নিয়োগ দিচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিও

৪) পদের নামঃ- ক্রেডিট অফিসার (MF)
  • পদ সংখ্যাঃ- ১০০ টি
  • বয়সঃ- ৩৩ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক (যে কোন ২টিতে দ্বিতীয় বিভাগ)
  • বেতনঃ- শিক্ষানবিশকালে ১৫,৫০০/- স্থায়ীকরণের পরে ১৮,৫০০/-
অভিজ্ঞতা,দায়িত্ব ও কর্তব্য
  • অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • সংস্থার নির্ধারিত সমিতি গঠন ও পরিচালনা করতে হবে।
  • লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ, সঞ্চয় ও ঋণ আদায় ১০০% নিশ্চিত করতে হবে।
  • চলতি বকেয়া শুন্য এবং মেয়াদ উর্ত্তীন বকেয়া আদায়ের লক্ষমাত্রা অনুযায়ী ১০০% আদায় নিশ্চিত করতে হবে।
  • সংস্থা কর্তৃক অর্পিত অন্যান্য সাপ্তাহিক দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ- TMSS NGO / টিএমএসএস এনজিও-তে ৬০০ জন জনবল ‍নিয়োগ দিচ্ছে

সুযোগ সুবিধা

শিক্ষানবিশকাল ( থেকে ১২ মাস) শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নির্ধারিত স্কেলে বেতন অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে (যেমন৩নং ৪নং পদে আবাসিক সুবিধা, ২টি উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ সুবিধা, মোবাইল জ্বালানী বিল ইত্যাদি)

শর্তাবলী
  • ১নং, ২নং ৩নং পদের প্রার্থীগণকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল এবং ৪নং প্রার্থীগনকে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যোগদান করতে হবে। কম্পিউটার জানা নেই এমন প্রর্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি,/ডি.এ প্রদান করা হবে না।
  • ১নং, ২নং ৩নং পদের জন্য ৩০০/-টাকা এবং ৪নং পদের জন্য ২০০/- টাকা পরীক্ষার দিন পরীক্ষার ফি বাবদ নগদ টাকা জমা দিতে হবে।
অনান্য প্রয়োজনীয়  তথ্য

 আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি এবং প্রার্থীর পরিচিত এমন ২ জন বিশিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখসহ আগামী ১৫/০১/২০২২খ্রিঃ তারিখের মধ্যে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী “সৃজনী ফাউন্ডেশন” বরাবর আবেদন করতে হবে। খামের উপরে পদের নাম, মোবাইল/টেলিফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুনঃ-দেশ ফার্মাসিউটিক্যালস (প্রাঃ) লিঃ চাকরির সুযোগ ২০২২

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পবহাটী সড়ক, পবহাটী, ঝিনাইদহ৭৩০০।

ভিজিট করুনঃ- www.srizonyfoundation.org.bd

                       E-mail: srizonyfoundation@gmail.com

বিঃ দ্রঃ- _কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

আকর্ষণীয় সুযোগ সুবিধায় কাজ আকর্ষণীয় সুযোগ সুবিধায় কাজ আকর্ষণীয় সুযোগ সুবিধায় কাজ আকর্ষণীয় সুযোগ সুবিধায় কাজ আকর্ষণীয় সুযোগ সুবিধায় কাজ

আরও পড়ুনঃ-

সতর্ক বার্তা
বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্য হলো প্রার্থীদের প্রতারিত করা। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নেওয়া হয়। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই মনে রাখুন:
👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না।
👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না।
👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য যেমন NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP কখনো শেয়ার করবেন না।
👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। সতর্কতা অবলম্বন করলে আপনি ভুয়া চাকরি বিজ্ঞাপন থেকে নিরাপদ থাকবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন।
সময়ের সংলাপের ফেইসবুক পেইজ  
গুম প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি  
বাংলাদেশে পেপ্যাল আসার সম্ভাবনা  
সন্ধানী লাইফ ইন্সুরেন্স চাকরি বিজ্ঞপ্তি  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *