Health

আকন্দ উপকারিতা Akand benefits

আকন্দ উপকারিতা Akand benefits

গাছগাছালির পাতাকে আমরা অনেকেই অবহেলা করে থাকি, কিন্তু এসব গাছগাছালি আমাদের অনেক উপকার করে থাকে । এসব উপকারী গাছের ভিতরে কন্দ অন্যতম। আকন্দ এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ , গাছটি সাধারনত ৩/৪ মিটার লম্বা হয়ে থাকে । আকন্দ ২ ধরনের হয়ে থাকে ১) শ্বেত আকন্দ ২) লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি হয়ে থাকে। এ গাছটির কান্ড বা পাতা ভাঙ্গলে দুধের মতো সাদা কষ বা ক্ষীর বের হয়। গাছটির ফল সাধারনত সবুজ রং এর হয়ে থাকে।  গাছটির অগ্রভাগ দেখতে পাখির ছোটের মতো এর বীজ লোম যুক্ত ধূসর অথবা কালচে রং এর হয়ে থাকে। আকন্দ-গাছের বিস্ময়কর উপকারীতা তুলে ধরা হলো।

আকন্দ গাছ
আকন্দ পাতা

আকন্দ-গাছের বিস্ময়কর পকারীতার ‍দিক থেকে -এ গাছের রয়েছে বিশেষ গুনাগুন যেমনঃ-

  • হাঁপানিঃ- আকন্দ গাছের পাপড়ি গোল মরিচের সাথে বেটে পেষ্ট করে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে প্রতিদিন সকালে দুটি করে বড়ি খেলে হাঁপানি  ও শ্বাস কষ্ট থেকে রেহাই পাওয়া য়ায়।
  • অম্বল/এসিডিটিঃ- আকন্দ পাতা আগুনে পুড়িয়ে ছাইয়ের সাথে লবন মিশেয়ে প্রতিদিন খাওয়ার পর অল্প পরিমান  খেলে গ্যাসের উপকারীতা পাওয়া যায়।
  • ব্রণঃ- ব্রণের উপর আকন্দ পাতা লাগালে ব্রণ সেরে যাবে ।
আকন্দ উপকারিতা Akand benefits
আকন্দ উপকারিতা Akand benefits
  • সর্দি কাশিঃ- সর্দি কাশি বা বুকে কফ জমে গেলে পুরানো ঘি মেখে আকন্দ পাতা হালকা ছ্যাকা দিয়ে বুকে মালিশ করলে কফ সরে যাবে।
  •  পেট কামড়ানি বা পেটের জ্বালাপোড়া উপশম করে।
  • শরীরে কোথাও ফুলে গেলে আকন্দ পাতা বেধে রাখলে ভাল হয়।
  • পাতা চুরুট বানিয়ে ধুমপন করলে শ্বাস কষ্ট ভাল হয়।
  • নিউমোনিয়ার উপকারী ও হজমশক্তি বৃদ্ধি করে।
আকন্দ ঔষধ
আকন্দ ফুল ও ফল

আকন্দ উপকারিতা Akand benefits আকন্দ উপকারিতা Akand benefits আকন্দ উপকারিতা Akand benefits

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *