শেন ওয়ার্ন (1969-2022)

শেন ওয়ার্ন (1969-2022)

শেন কিথ ওয়ার্ন ১৩ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় জন্মগ্রহণ করেন। 

টেস্ট ক্যারিয়ার: 

ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় ১৯৯২ সালের ২রা জানুয়ারি । ১৪৫টি টেস্ট ম্যাচে ২৭৩টি ইনিংসে তিনি ৭০৮টি উইকেট নিয়েছেন। এছাড়াও লােয়ার অর্ডারে ১৯৯ ইনিংসে ব্যাট করে তুলেছেন ১২টি হাফ সেঞ্চুরি। তার ইনিংস সেরা বােলিং ফিগার ছিলাে ৮/৭১ ইংল্যান্ডের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ৯৯ রান করেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ৩ ডিসেম্বর, ২০০৭ সালে মুরালিধরন তাঁকে টপকাবার আগ পর্যন্ত তিনিই ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী ।

ওয়ানডে ক্যারিয়ার

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪টি ম্যাচ খেলে ২৯৩টি উইকেট নেন তিনি। তার অসাধারণ পারফরমেন্সে অস্ট্রেলিয়া ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ জিতে; যেখানে তিনি সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের রানার আপ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 

শেন ওয়ার্ন

টিটোয়েন্টি ক্যারিয়ার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে ওয়ার্ন আইপিএল ও বিগ ব্যাশে টি-টোয়েন্টি লীগ খেলতে থাকেন। তার নেতৃত্বেই রাজস্থান রয়্যালস প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়; যেখানে তার অধিনায়কত্ব প্রশংসিত হয়। বিগ ব্যাশে তিনি মেলবাের্ন স্টারস এর অধিনায়ক ছিলেন। ২০১৩ সালে তিনি বিগ ব্যাশ খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন।

বল অব দ্য সেঞ্চুরি:

৪ জুন, ১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা তাঁর বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয়।

বিশেষ অর্জনঃ

  • ১৯ ডিসেম্বর, ১৯৯৩: টেস্ট হ্যাটট্রিক। 
  • ১৯৯৮ প্রথম লেগ স্পিনার হিসেবে ৩০০ উইকেট শিকার করেন।
  • এপ্রিল, ২০০০ উইজডেনের চোখে শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হয়।
  • ২০০৬: বক্সিং ডে টেস্টে মেলবাের্নে প্রথম বােলার হিসেবে ৭০০ উইকেট লাভ করেন।
শেন ওয়ার্ন (1969-2022)

 বিতর্ক:

ডিসেম্বর  ১৯৯৮: ভারতীয় বাজিকরকে তথ্য দেওয়ায় জরিমানা। আগস্ট, ২০০০: ইংলিশ নার্সকে আপত্তিকর বার্তা, সহ-অধিনায়কত্বের পদ থেকে বরখাস্ত। ফেব্রুয়ারি ২০০৩ বিশ্বকাপের আগে নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে এক বছর নিষিদ্ধ হয়। জুন, ২০০৫: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযােগে স্ত্রী সিমােন কালাহানের সঙ্গে ছাড়াছাড়ি। ১০ ডিসেম্বর, ২০১১: ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে সম্পর্ক। 

আরও পড়ুনঃ-জরিমানা দিতে বিসিবিকে সাকিবের শর্ত

সম্মাননা ও স্বীকৃতিঃ-

য়ার্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বােলার বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স। অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বাের্ড কর্তৃক ২০০০ সালে | শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৭ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ক্রিকেট বাের্ড। | ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের সম্মানে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেট সিরিজের নাম ওয়ার্ন-মুরালিধরন ট্রফি রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৩ সালে ওয়ার্নকে আইসিসি ক্রিকেট ‘হল অফ ফেম’-এ  অন্তর্ভুক্ত করা হয়েছিল।

মৃত্যুঃ-

হৃদরােগে আক্রান্ত হয়ে ২০২২-এর ৪ মার্চ থাইল্যান্ডে মৃত্যুবরণ করেন। একই দিনে মারা যান আরেক অস্ট্রেলিয়া ক্রিকেট তারকা রড মার্শ, যাকে। | ওয়ান তার নিজের মৃত্যুর কয়েক ঘন্টা আগে একটি টুইট বার্তায় শ্রদ্ধা জানিয়েছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর।

শেন ওয়ার্নের জীবনি

শেন ওয়ার্ন (1969-2022) শেন ওয়ার্ন (1969-2022) শেন ওয়ার্ন (1969-2022) শেন ওয়ার্ন (1969-2022)

Related Posts

বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে । 2023

বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে । আফগানিস্তান তো শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সুপার ফোরে কীভাবে গেলো? ছোট করে সেই ব্যাখ্যা দেই! • আফগানিস্তানের বর্তমান রানরেট এখন -১.৭৮০! সেটা কেনো? কারণ (২৪৫÷৫০)-(৩৩৪÷৫০)= -১.৭৮!আফগানিস্তানের রানটা ৫০ দিয়ে ভাগ হচ্ছে কারণ তারা অল আউট হয়! এখন শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে পায় +০.৯৬১, আফগানিস্তান বাংলাদেশ থেকে হেরে পায় -১.৭৮০! বাংলাদেশের বর্তমান রানরেট কত? +০.৩৭৩! সেটার হিসাব এখানে দিয়ে বড় করলাম না। তবে আফগানিস্তান ও বাংলাদেশের নেট রান রেটের পার্থক্য এখন ২.৫১৩! এই ২.৫ যদি কাভার করে, তাহলে আফগানিস্তান বাংলাদেশের সামনে চলে গেলেও শ্রীলঙ্কা বাংলাদেশের পিছে পড়ে যাবে না? এখন মনে করেন আফগানিস্তানের শ্রীলঙ্কাকে ১৫০ রানে হারালো! তাহলে হবে কি? আফগানিস্তান +৩ পাবে, +৩ পেয়ে তাদের অবস্থান হবে (-১.৭৮+৩ = ১.২২), বাংলাদেশ থেকে এগিয়ে যাবে৷ কিন্তু এই যে আফগানিস্তান +৩ পেলো, এজন্য শ্রীলঙ্কাও তো -৩ পাবে! তাহলে শ্রীলঙ্কা কত হবে? +০.৯৫১-৩=-২.০৪৯! বাংলাদেশের নিচে। 🔸তাই আফগানিস্তানের উঠার জন্য যে রানরেটটা লাগবে সেটা এচিভ করে জিততে গেলে শ্রীলঙ্কা বাংলাদেশের নিচে চলে যাবে।🔸আর আফগানিস্তান যদি বড় ব্যাবধানে না জিতে ছোট ব্যাবধানে জিতে সেক্ষেত্রে বাংলাদেশের +.০.৩ কেও ক্রস করতে পারবে না। 🔸আর আফগানিস্তান যদি।শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে তো নেট রানরেটের হিসাবই থাকলো না! যেহেতু ২ টিম কোয়ালিফাই করবে, বাংলাদেশ তো অলরেডি কোয়ালিফাইড, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচের উপর ডিপেন্ড করছে উভয় দলের ভাগ্য। শ্চিত হলো যেভাবে । বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে । বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে । বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে ।

Read more

বিসিবিকে না হাথুরুসিংহে!

বিসিবিকে না হাথুরুসিংহে বিসিবির একজন পরিচালক জানিয়েছেন হাথুরুসিংহে বিসিবিকে না করে দিয়েছেন। বিসিবির ফোন করছেন না। হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর দিচ্ছেন না।মূলত বিসিবিকে ব্যবহার করে হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের একাডেমির কোচ হিসেবে পদন্নোতি ও বেতন বাড়িয়ে নিয়েছেন। এবং নিউ সাউথ ওয়েলসের একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।হাথুরুসিংহে না করায় শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ দলের সাদা বলের কোচ হতে পারেন এমনটাই জানা গিয়েছে।

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ঢাকা মেট্রোরেল (MRT Line-6) — বিস্তৃত বিশ্লেষণ

  • By admin
  • October 26, 2025
  • 9 views
ঢাকা মেট্রোরেল (MRT Line-6) — বিস্তৃত বিশ্লেষণ

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসন (ISKCON)

  • By admin
  • October 26, 2025
  • 4 views
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসন (ISKCON)

লোরেটা পুন: একজন আমেরিকান নারীর ইসলাম গ্রহণের গল্প

  • By admin
  • October 26, 2025
  • 8 views
লোরেটা পুন: একজন আমেরিকান নারীর ইসলাম গ্রহণের গল্প

খিরনিগাছ: পরিচিতি ব্যবহার ও উপকারিতা

  • By admin
  • October 26, 2025
  • 8 views
খিরনিগাছ: পরিচিতি ব্যবহার ও উপকারিতা

তাওয়াক্কুল মানে কী? আল্লাহর উপর ভরসা নাকি অলসতা — ইসলামিক বিশ্লেষণ

  • By admin
  • October 26, 2025
  • 7 views
তাওয়াক্কুল মানে কী? আল্লাহর উপর ভরসা নাকি অলসতা — ইসলামিক বিশ্লেষণ

এরই নাম আল্লাহর উপর ভরসা – তাওয়াক্কুল ও রিজিকের অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প

  • By admin
  • October 25, 2025
  • 15 views
এরই নাম আল্লাহর উপর ভরসা – তাওয়াক্কুল ও রিজিকের অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প