ফার্মগেট নামকরণের ইতিহাস
ফার্মগেট নামকরণের ইতিহাস
ফার্মগেটের নাম কে না শুনেছেন! প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যেসব শিক্ষার্থীরা কোচিং করতে ঢাকায় পাড়ি জমায়, তাদের বেশিরভাগেরই প্রধান গন্তব্য এই ফার্মগেট। এই এলাকার নামকরণের কারণও বেশ অদ্ভূত। ব্রিটিশ সরকার কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার নিমিত্তে একটি ফার্ম বা খামার নির্মাণ করেছিল এই এলাকায়। সেই ফার্মের গেট বা প্রধান ফটকের নামানুসারেই গোটা এলাকার নাম হয়ে যায় ফার্মগেট।
ফার্মগেট নামকরণের ইতিহাস
কারওয়ান বাজার নামকরণের ইতিহাস
ধানমন্ডি নামের নাম করনের ইতিহাস
ইংলিশ রোড ও ফ্রেঞ্চ রোড নামকরণের ইতিহাস
এলিফ্যান্ট রোডের নামকরণের ইতিহাস
