Jobs circular

Srijony foundation job circular 2022

Spread the love

Srijony foundation job circular 2022

“সৃজনী ফাউন্ডেশন” জাতীয় পর্যায়ের একটি বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি PKSF, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেশী বিদেশী দাতা সংস্থার অর্থায়নে ১৯৮৫ সাল থেকে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। অত্র সংস্থার সঞ্চয় ও ঋণ কর্মসূচীতে ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশাের, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা ও কুমিল্লা জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা ও শর্ত সাপেক্ষে সৎ, মেধাবী, কঠোর পরিশ্রমী ও সুঠাম দেহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

প্রতিষ্ঠানের নামঃ- সৃজনী ফাউন্ডেশন
পদের নামঃ-  রিজিওনাল ম্যানেজার (MF)

পদ সংখ্যাঃ- ৫ জন

সর্বোচ্চ বয়সসীমা : ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)

অভিজ্ঞতাঃ- PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে ২০-২৫ টি শাখা এবং ২০-২৫ কোটি টাকা,ঋণস্থিতি সুষ্ঠভাবে পরিচালনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। 

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।

বেতনঃ-  শিক্ষানবিশকালে ও ৩০,০০০/-, স্থায়ীকরণের পরে ঃ ৩৫,০০০

পদের নামঃ- এরিয়া ম্যানেজার (MF)

পদ সংখ্যাঃ- ৭ টি

সর্বোচ্চ বয়সঃ- সর্বোচ্চ বয়সসীমা : ৩৮ বছর,

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)

অভিজ্ঞতাঃ- PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে ৫-৭ টি শাখা অফিস পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।

বেতনঃ- শিক্ষানবিশকালে ঃ ২৮,০০০/-, স্থায়ীকরণের পরে ঃ ৩২,৫০০/-

পদের নামঃ- সহকারী শাখা ব্যবস্থাপক (MF)

More Job:- Gonoshasthaya Pharmaceutical Job Circular

পদ সংখ্যাঃ- ৩০ টি

সর্বোচ্চ বয়সঃ- ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর (কমপক্ষে ২টিতে দ্বিতীয় বিভাগ)

অভিজ্ঞতাঃ- PKSF-এর সহায়তাপুষ্ট সুনামধন্য সংস্থায় সঞ্চয় ও ঋণ কার্যক্রমে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।

বেতনঃ- শিক্ষানবিশকালে:- ১৭,০০০/-, স্থায়ীকরণের পরে ঃ ২০,৫০০/-

পদের নামঃ- ক্রেডিট অফিসার (MF)

পদ সংখ্যাঃ- ৭৫ জন

বয়সঃ- সর্বোচ্চ বয়সসীমা : ৩৩ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক (যে কোন ২টিতে দ্বিতীয় বিভাগ)

অভিজ্ঞতাঃ- অভিজ্ঞতার প্রয়ােজন নেই।,

বয়সঃ- শিক্ষানবিশকালে ঃ ১৫,৫০০/-, স্থায়ীকরণের পরে ঃ ১৮,৫০০/

 সুযােগ সুবিধা

 শিক্ষানবিশকাল (৯ থেকে ১২ মাস) শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নির্ধারিত স্কেলে বেতন, ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে (যেমন- ৩নং ও ৪নং পদে আবাসিক সুবিধা সহ সকল পদে ২টি উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ সুবিধা, মােবাইল ও জ্বালানী বিল ইত্যাদি) এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য। শর্তাবলী ঃ * ১নং, ২নং ও ৩নং পদের প্রার্থীগণকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মােটরসাইকেল ও ৪নং প্রার্থীগনকে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যােগদান করতে হবে ** কম্পিউটার জানেন না এমন প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই * পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

অন্যান্য প্রয়ােজনীয় তথ্য ঃ

আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি এবং প্রার্থীর পরিচিত এমন ২জন বিশিষ্ট ব্যক্তির মােবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ সহ আগামী ১৫/০৩/২০২২খ্রিঃ তারিখের মধ্যে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী “সৃজনী ফাউন্ডেশন” বরাবর আবেদন করতে হবে। খামের উপরে পদের নাম, মােবাইল/টেলিফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। * আবেদনপত্র পাঠানাের ঠিকানা ঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পবহাটী সড়ক, পবহাটী, ঝিনাইদহ-৭৩০০। ভিজিট করুন www.srizonyfoundation.org.bd ; E-mail : srizonyfoundation@gmail.com; কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

Srijony foundation job circular 2022
Srijony foundation job circular 2022
srizony-foundation-logo
srizony-foundation-logo
সৃজনী ফাউন্ডেশন বাংলাদেশ
সৃজনী ফাউন্ডেশন এনজিওতে চাকরির

Srijony foundation job circular 2022 Srijony foundation job circular 2022 Srijony foundation job circular 2022 Srijony foundation job circular 2022 Srijony foundation job circular 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *