Jobs circular

Sopiret NGO Job opportunity. Vacancy 444

Spread the love

Sopiret NGO Job opportunity. Vacancy 444

সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীন হিতৈষী, কৈশোর এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদপ্রাপ্ত (সনদ নং-০১৮৭৪-০২০৮৬-০০২৭৯)। সংস্থা কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় ক্ষুদ্রঋণ কর্মসূচীর চলমান কার্যক্রমে ও কর্মএলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের জন্য সৎ ও কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। কর্ম এলাকা : চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন ভাতা এবং সুযোগ সুবিধাদি :-

১.পদের নাম ঃ রিজিওনাল ম্যানেজার। সংখ্যা : ৭ টি। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর পাশ। অভিজ্ঞতাঃ এনজিও-তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফিন-৩৬০ সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে। বয়স ঃ সর্বোচ্চ ৪০ বছর। বেতন : শিক্ষানবীশ কাল (৬) মাস ৩৭,০০০টাকা, স্থায়ী করনের পর ৪০,০০০ টাকা (স্নাতক পাশ)। শিক্ষানবীশ কাল (৬) মাস ৪২,০০০টাকা, স্থায়ী করনের পর ৪৫,০০০ টাকা (স্নাতকোত্তর পাশ)।

২. পদের নাম ঃ এরিয়া ম্যানেজার সংখ্যা ও ১৫টি। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর পাশ। অভিজ্ঞতাঃ এনজিও-তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফিন-৩৬০ সফ্টওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে। বয়স ঃ সর্বোচ্চ ৪০ বছর। বেতন : শিক্ষানবীশ কাল (৬) মাস ২৯,০০০টাকা, স্থায়ী করনের পর ৩১,০০০ টাকা (স্নাতক পাশ)। শিক্ষানবীশ কাল (৬) মাস ৩২,০০০টাকা, স্থায়ী করনের পর ৩৫,০০০ টাকা (স্নাতকোত্তর পাশ)।

৩. পদের নাম ঃ সহকারী শাখা ব্যবস্থাপক/ শাখা ব্যবস্থাপক। সংখ্যা ঃ ৬৫ টি। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর পাশ। অভিজ্ঞতাঃ এনজিও-তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফিন-৩৬০ সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে। বয়স : সর্বোচ্চ ৪০ বছর ।

বেতন (সহকারী শাখা ব্যবস্থাপক) ঃ শিক্ষানবীশ কাল (৬) মাস ২১,০০০টাকা, স্থায়ী করনের পর ২৪,০০০ টাকা (স্নাতক পাশ) ।

শিক্ষানবীশ কাল (৬) মাস ২৫,০০০টাকা, স্থায়ী করনের পর ২৮,০০০ টাকা (স্নাতকোত্তর পাশ)।

বেতনঃ (শাখা ব্যবস্থাপক) : শিক্ষানবীশ কাল (৬) মাস ২৬,০০০টাকা, স্থায়ী করনের পর ২৮,০০০ টাকা (স্নাতক পাশ)।

শিক্ষানবীশ কাল (৬) মাস ২৮,০০০টাকা, স্থায়ী করনের পর ৩০,০০০ টাকা (স্নাতকোত্তর পাশ)।

৪. পদের নামঃ ইন্টারনাল অডিটর। সংখ্যাঃ ০৭ টি। শিক্ষাগত যোগ্যতা ও বয়স ঃ হিসাব বিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর পাশ । বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা : ক্ষুদ্রঋণ কর্মসূচীতে কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকলে তাদের কে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ঃ ২৫,০০০ – ৩০,০০০। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে।

৫. পদের নামঃ মাইক্রো এন্টারপ্রাইজ অফিসার। সংখ্যাঃ ১০০ টি। শিক্ষাগত যোগ্যতা ও বয়স : স্নাতক/স্নাতকোত্তর পাশ। বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা : ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সমিতি গঠন, যোগাযোগ, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন : ২২,০০০-২৫,০০০। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে।

৬. পদের নাম : ফিল্ড অফিসার। সংখ্যাঃ ২৫০ টি। শিক্ষাগত যোগ্যতা ও বয়স : স্নাতক/স্নাতকোত্তর পাশ। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা ঃ ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সমিতি গঠন, যোগাযোগ, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ঃ প্রশিক্ষন কালীন (১) মাস ১০,০০০ টাকা ভাতা হিসেবে পাবেন। শিক্ষানবীশ কাল (৬) মাস ১৯,০০০ টাকা, স্থায়ী করনের পর ২২,০০০ টাকা (স্নাতক)। শিক্ষানবীশ কাল (৬) মাস ২০,০০০ টাকা, স্থায়ী করনের পর ২৩,০০০ টাকা

(স্নাতকোত্তর)। মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সকল পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে

শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। সকল পদের শিক্ষানবীশকাল ৬ মাস এবং শিক্ষানবীশকাল উত্তীর্ণ হবার পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, ২টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা, ইন্স্যুরেন্স সুবিধা, শিক্ষাভাতা, লাঞ্চ ভাতা, নির্দিষ্ট হারে জ্বালানী বিল, স্বল্প মূল্যে একক আবাসন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে, সকল পদের ক্ষেত্রে কাজের পারফরমেন্স অনুযায়ী প্রতি মাসে ইনসেনটিভ ও প্রতি ডিসেম্বর মাসে পারফরম্যান্স অনুযায়ী ৩য় ইনসেনটিভ বোনাস প্রদান করা যেতে পারে। সকল পদে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

নিয়ম ও শর্তাবলীঃ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ২ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, সোপিরেট, শেখ রাসেল সড়ক, সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০ বরাবরে সরাসরি/ডাক/কুরিয়ার যোগে আগামী ২৫ জুন ২০২৩ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আহবান করা হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। সংস্থার ওয়েবসাইট www.sopiretbangladesh.org.bd

Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444 Sopiret NGO Job opportunity. Vacancy 444

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *