News

ডাম ফাউন্ডেশন এনজিওতে চাকরির সুযোগ

Spread the love

ডাম ফাউন্ডেশন এনজিওতে চাকরির সুযোগ

DAM Foundation for Economic Development
DAM Foundation
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) কর্তৃক পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়নকল্পে (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও ফেনী জেলার জন্য) নিম্নে উল্লিখিত পদে উল্লেখযোগ্য সংখ্যক লোক নিয়োগ প্রদানের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নামঃ- ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
পদের নামঃ-ব্রাঞ্চ ম্যানেজার
 • গ্রেডঃ- ০৭
 • বয়সঃ- সর্বোচ্চ-৩৫ বছর
 • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- যে কোন বিষয়ে স্নাতকোত্রর/সমমান পাশ ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ০৫ (পাঁচ) বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ পর্যায়ে যে কোন সমাজ উন্নয়ন কার্যক্রমে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
 • বেতনঃ- প্রারম্ভিক বেতন ১৫,৯১০/-  শিক্ষানবীশকাল শেষে সর্বসাকুল্যে (এস) বেতন ২৬,৬৪০/- টাকা।
পদের নামঃ- ফিল্ড অফিসার
 • গ্রেডঃ- ০৬
 • বয়সঃ- সর্বোচ্চ-৩০ বছর
 • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ
 • বেতনঃ- প্রারম্ভিক বেতন ১৪,১৪০/-। শিক্ষানবীশকলি শেষে সর্বসাকুল্যে (গ্রস) বেতন ২৩,৭৬০/- টাকা
পদের নামঃ- ফিল্ড অর্গানাইজার
 • গ্রেডঃ- ০৫
 • বয়সঃ- সর্বোচ্চ-৩০ বছর
 • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- স্নাতক/সমমান পাশ
 • বেতনঃ- প্রারম্ভিক প্রারম্ভিক বেতন ১১,৬১০/- শিক্ষানবীশকাল শেষে সর্বসাকুল্যে (এম) বেতন ১৯,৪৪০/- টাকা।
পদের নামঃ- জুনিয়র ফিল্ড অর্গানাইজার
 • গ্রেডঃ- ০৪
 • বয়সঃ- ২২-৩০ বছর
 • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- এইচএসসি/সমমান পাশ
 • বেতনঃ- প্রারম্ভিক বেতন ১০,৭৫০/- শিক্ষানবীশকাল শেষে সর্বসাকুল্যে (এস) বেতন ১৮,০০০/- টাকা।
পদের নামঃ- হিসাব রক্ষক
 • গ্রেডঃ- ০৬
 • বয়সঃ- সর্বোচ্চ ৩০ বছর
 • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-এমবিএস/এমকম পাশ
 • বেতনঃ- প্রারম্ভিক বেতন ১৪,১৯০/-। শিক্ষানবীশকাল শেষে সর্বসাকুল্যে (গ্রস) বেতন ২৩,৭৬০/- টাকা
পদের নামঃ- ফিল্ড হিসাব রক্ষক
 • গ্রেডঃ- ০৫
 • বয়সঃ- সর্বোচ্চ ৩০ বছর
 • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-বিবিএস/বিকম পাশ
 • বেতনঃ- প্রারম্ভিক বেতন ১১,৬১০/- শিক্ষানবীশকাল শেষে সর্বসাকুল্যে (এস) বেতন ১৯,৪৪০/- টাকা
এছাড়া যোগদানের পর থেকে প্রতি কর্ম দিবসের জন্য ৭৫/- টাকা করে লাঞ্চভাতা প্রাপ্য হবেন। শিক্ষানবীশকাল ০৬ মাস। নিয়মিত হলে সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি, পদোন্নতি ও ইস্যুরেন্স এর সুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ-Aristopharma job Opportunity

অন্যান্য শর্তাবলী
 • নিয়োগ প্রাপ্ত হলে ০১নং পদে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ০২ থেকে ০৬নং পদে ৫,০০০/- (পাঁচহাজার) টাকা নিরাপত্তা জামানত (ফেরৎযোগ্য) সংস্থায় জমাদান বাধ্যতামূলক, তবে ছয় মাসের পূর্বে অর্থাৎ নিয়মিতকরনের পূর্বে চাকুরী ছেড়ে দিলে জামানত ‘অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
 • ০১ নং থেকে ০৪ নং পদের জন্য আকর্ষণীয় মােটর সাইকেল ভাতার সুবিধা রয়েছে। উক্ত পদের প্রার্থীদের মােটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ০২ জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল ও মোবাইল ফোন নম্বর উল্লেখ পূর্বক দরখাস্তসহ পূর্ণ জীবন বৃত্তান্ত আগামী ৩০.১২.২০২১ইং তারিখের মধ্যে


প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ী নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সােসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে।

পরীক্ষার তারিখ, বিভাগ ভিত্তিক পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে দরখাস্তে প্রদত্ত মোবাইল ফোনে জানানো হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *