Jobs circular

সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ এনজিওতে চাকরি

Spread the love

সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ এনজিওতে চাকরি

সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ এনজিও

এমআরএ সনদ নংঃ- ০০৪৫২-০৩১২৪-০০৩০২

বেসরকারী উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশীপবাংলাদেশ এর কর্ম এলাকা পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, ঢাকা এবং মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচীতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক কর্মী নিয়ােগ করা হবেঃ
প্রতিষ্ঠানের নামঃ- সাউথ এশিয়া পার্টনারশীপবাংলাদেশ
পদের নামঃ:- শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতকোত্তর
বয়স
  • ৩৫ বছর
বেতনঃ
  • ২০,০০০ – ২১,০০০
অভিজ্ঞতা
  • সংশ্লিস্ট পদে ২ বছরের অভিজ্ঞতা

আরও পড়ুনঃ- ৩০০ পদে SSLCOMMERZ Ltd. চাকরির সুযোগ

পদের নামঃ- ফিল্ড অফিসার (এফও)
শিক্ষাগত যোগ্যতা
  • নূন্যতম স্নাতক
বয়স
  • ৩০ বছর
বেতনঃ
  • ১৪,০০০ – ১৫,০০০

আরও পড়ুনঃ- অভিজ্ঞতা ছাড়া চাকরির সুযোগ আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ

উল্লেখিত সকল পদের জন্য শিক্ষানবীশ কাল মাস সফলভাবে সম্পন্নের পর স্থায়ী করা হবে। এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি (বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বােনাস ইত্যাদি) প্রদান করা হবে। নির্বাচিত হলে শিক্ষানবীশ কালের বেতনের সমপরিমান টাকা (ফেরতযােগ্য) জামানত হিসাবে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫.০১.২০২২ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, সদ্য তােলা পাসপাের্ট সাইজের কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব জন্ম সনদের অনুলিপি, ভােটার আইডির অনুলিপি এবং মােবাইল নম্বর সহ সহকারী পরিচালকমানব সম্পদ, প্রশিক্ষণ প্রশাসন, সাউথ এশিয়া পার্টনারশীপ বাংলাদেশ, বাড়ী নং৬৩, ব্লক, পিসিকালচার হাউজিং সােসাইটি লিঃ, শ্যামলী, মােহাম্মদপুর, ঢাকা১২০৭ বরাবরে ডাক/কুরিয়ার সার্ভিস যােগে আবেদনপত্র প্রেরণের অনুরােধ করা হলাে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।  

চাকরির সুত্রঃ- দৈনিক প্রথম আলো

আরও পড়ুনঃ-

3 thoughts on “সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ এনজিওতে চাকরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *