Jobs circular

ACTION FOR HUMAN DEVELOPMENT ORGANIZATION (AHDO) NEW JOBS CIRCULAR.

Spread the love

ACTION FOR HUMAN DEVELOPMENT ORGANIZATION (AHDO) NEW JOBS CIRCULAR.

 PKSF ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত এবং এমআরএ কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নং : ০০৬৮৪-০২৯০৯- ০০২৬৫) ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন “এ্যাডো” এর শাখা সম্প্রসারনের লক্ষ্যে নিম্নলিখিত পদে যোগ্য পুরুষ ও নারী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।

ক্রঃনংপদের নাম, সংখ্যা ও সর্বোচ্চ বয়সশিক্ষাগত যোগ্যতা  বেতন
০১এলাকা ব্যবস্থাপক- ৫ জন, ৪২ বছরস্নাতক/মাষ্টার্স৩২,০০০ – ৩৫,২০০
০২অডিটর এলাকা কার্যালয় – ২ জনবানিজ্যে মাষ্টার্স২৮,০০০ – ৩০, ২০০
০৩শাখা ব্যবস্থাপক- ১৫ জন, ৩৮ বছরস্নাতক/মাষ্টার্স২৮,০০০ – ৩০, ২০০
০৪সহ: শাখা ব্যবস্থাপক- ২০জন, ৩৫ বছরস্নাতক/মাষ্টার্স২৩,০০০ – ২৫,১০০
০৫হিসাবরক্ষক ২০ জন, ৩৫ বছরবিকম/বিবিএ১৯,৫০০  – ২১, ২০০
০৬ফিল্ড অফিসার- ৫০জন, ৩৫ বছরএইচ.এস.সি,
 ডিগ্রী পাশ/ অনার্স,
মাষ্টার্স
১৯,৫০০ – ২১, ২০০,
২০,৫০০ – ২২, ২০০,
২১,০০০ – ২২,৭০০

| শর্তাবলীঃ (ক) সকল পদের জন্য শিক্ষানবীশকাল ১ বছর এবং সকল পদের প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে মোটর | সাইকেল চালাতে হবে। (খ) চাকুরী স্থায়ীকরনের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ও কল্যান সুবিধা প্রদান করা হবে। (গ) ১,২,৩ ও ৪ নং | পদের জন্য পিকেএসএফ সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠানে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (ঘ) সকল পদের জন্য ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে। (ঙ) ১,২,৩,৪,৫ নং পদের জন্য কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর কাজ জানা আবশ্যক এবং ১,২ নং পদের জন্য ব্যক্তিগত ল্যাপটপ ব্যবহার করতে হবে। (চ) সকল পদে চাকুরীতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১(এক) মাসের বেতনের সমপরিমান টাকা এবং | সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে। (ছ) আবেদন পত্রের সাথে নগদ ৩০০/- টাকা অথবা সংস্থা বরাবরে ৩০০/- টাকার পোষ্টাল অর্ডার, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ০৪ | কপি পাসপোর্ট সাইজের ছবি, এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি, পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নং সহ) এবং নিজ হস্তে লেখা আবেদন সংযুক্ত করতে হবে। (জ) আবেদন পত্র আগামী ১৯ জানুয়ারী ২০২৩ তারিখের মধ্যে নিমঠিকানায় | সরাসরি / ডাকযোগে পৌঁছাতে হবে। (ঝ) সকল পদের জন্য আগামী ২০ জানুয়ারী, ২০২৩ তারিখ বেলা ১০ ঘটিকায় | নিম্নলিখিত ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোন প্রতিকুল পরিস্থিতির কারনে পরীক্ষার সময়সূচী পরিবর্তীত হলে ফোনে জানিয়ে দেয়া হবে। এছাড়া আবেদন প্রাপ্তি মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। | পরীক্ষায় অংশ গ্রহনের জন্য অন্য কোন চিঠি বা টিএ/ডিএ দেয়া হবে না ।

আরও চাকরির খবর পড়ুন:- SSC পাসে সাজেদা ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

 ঠিকানা : নির্বাহী পরিচালক, অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন “এ্যাডো” প্রধান কার্যালয়, বাড়ী নং- ৫৪৬ (২য় তলা), উপজেলা রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। মোবাইল 01711145৩৩৮। ওয়েব সাইটঃ www.ahdobd.org ই-মেইলঃ ahdo.kushtia@gmail.com বিঃদ্রঃ সংস্থাটির চলমান কর্মসূচী বিস্তার লাভ করায় উপরোক্ত সকল পদে প্যানেল তৈরীর লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পরেও সারা বছর আবেদন পত্র সংগ্রহ করা হবে।

অ্যাকশACTION FOR HUMAN DEVELOPMENT ORGANIZATION (AHDO) NEW JOBS CIRCULAR. ACTION FOR HUMAN DEVELOPMENT ORGANIZATION (AHDO) NEW JOBS CIRCULAR. ACTION FOR HUMAN DEVELOPMENT ORGANIZATION (AHDO) NEW JOBS CIRCULAR. ACTION FOR HUMAN DEVELOPMENT ORGANIZATION (AHDO) NEW JOBS CIRCULAR.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *