পণ্যের প্যাকেটে লাল অথবা সবুজ বিন্দু ব্যবহার হয় কেন?
Spread the love
পণ্যের প্যাকেটে লাল অথবা সবুজ বিন্দু ব্যবহার হয় কেন?
চিপস কিংবা চানাচুর সহ বিভিন্ন পণ্যের প্যাকেটে এরকম সবুজ বা লাল বিন্দুযুক্ত সাদা বর্গের ব্যবহার নিশ্চয় দেখেছেন? কিন্তু আপনি কি জানেন এগুলো কেন ব্যবহৃত হয়? মূলত সুবজ বিন্দু দ্বারা ভেজ এবং লাল দ্বারা নন-ভেজ প্রোডাক্ট বোঝায়। অর্থাৎ সবুজ বিন্দু ব্যবহৃত পণ্যগুলো তৈরিতে কোন প্রাণিজ পণ্য ব্যবহৃত হয়নি। ফলে নিরামিষভোজী ব্যক্তিরা খুব সহজেই এই পণ্যগুলো খেতে পারবেন। বিপরীতে ভাবে লাল বিন্দু পণ্যগুলো তাদের খাওয়ার উপযোগী নয়।
গর্ভাবস্থায় কি চা-কফি পান করা যায়?

