খাবার স্যালাইন নিয়ে সতর্কতা ! 4304
খাবার স্যালাইন নিয়ে সতর্কতা ! 4304
অবশ্যই মনে রাখতে হবে পুরো ১ প্যাকেট ওরস্যালাইন আধা লিটার ফুটানো বিশুদ্ধ ঠান্ডা পানিতে ভালো করে গুলিয়ে প্রতিবার পাতলা পায়খানার পর আধা বা ১ গ্লাস খাবেন।এই স্যালাইন রুম টেম্পারেচারে ৬ ঘন্টা রাখা যাবে, যেহেতু এখন গরম বেশি।এরপর স্যালাইন থেকে গেলেও তা ফেলে দিবেন।

যা করবেন নাঃ –
১ প্যাকেট স্যালাইন এর অর্ধেকটা পানিতে গুলিয়ে বাকীটা পরে গুলানোর জন্য রেখে দিবেন না।অথবা রোগী বেশি পুষ্টি পাবে এই চিন্তা করে আধা লিটার পানিতে ২ প্যাকেট স্যালাইন গুলিয়ে খাএয়াবেন না।এমন অনেক লোক আছে যাহারা এমন কাজ করে থাকে। এতে ভয়ংকর বিপদ হয়ে যাবে। -চিকিৎসক এর পরামর্শ ছাড়া নিজে নিজে মাতবরি করে অথবা ঔষধের দোকানে জিজ্ঞেস করে এন্টিবায়োটিক শুরু করবেন না। কারণ রোগীর লক্ষন,অন্যান্য শারীরিক সমস্যা, বয়স এসব দেখে সিদ্ধান্ত নিবেন এন্টিবায়োটিক লাগবে কিনা, আর কোনটা লাগবে!
আরও পড়ুন:- ডায়রিয়া/কলেরা হলে করনিও

ঘরে স্যালাইন তৈরীঃ –
১ লিটার ফুটানো বিশুদ্ধ ঠান্ডা পানি -১ চা চামচ লবন,( ৩ গ্রাম) -২ টেবিল চামচ চিনি(১৮ গ্রাম) এগুলো একসাথে মিশিয়ে ঘুটা দিয়ে তৈরী করুন স্যালাইন।(WHO guideline)
খাবার স্যালাইন নিয়ে সতর্কতা ! 4304 খাবার স্যালাইন নিয়ে সতর্কতা ! 4304 র
