সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ২০০০ সন থেকে কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি) প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জনগােষ্ঠীর দারিদ্র বিমােচনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসডিএফ ৫ (পাঁচ) বছর মেয়াদী রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যাণ্ড লাইভলীহুড ইন্দুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে সৎ, যােগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। |
প্রতিষ্ঠানের নামঃ- সােশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) |
১। পদের নামঃ- ব্যবস্থাপক (সােশ্যাল ডেভেলপমেন্ট) |
বেতনঃ- ৪৪৮০০–১৭০০X১০–৬১৮০০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- সামাজিক বিজ্ঞান/অর্থনীতি বা প্রাসঙ্গিক কোন বিষয়ে ন্যূনতম চার (০৪) বছর এর স্নাতক ডিগ্রীসহ স্নাতকোত্তর ডিগ্রী।
বয়সঃ- সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞাতাঃ- গ্রামীণ এলাকায় কমিউনিটি, উন্নয়ন এবং অনুপ্রেরণামূলক, নারীর ক্ষমতায়ন ইত্যাদি কাজে ন্যূনতম ০৭ বছর।
পদ সংখ্যাঃ- ০১ জন।
২। পদের নামঃ- ব্যবস্থাপক (এনভারনমেন্টাল সেইফগার্ড) |
বেতনঃ- ৪৪৮০০–১৭০০X১০–৬১৮০০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- পরিবেশ প্রকৌশল/পরিবেশ বিজ্ঞান/ভূগােল/ দুর্যোগ । ব্যবস্থাপনা বা প্রাসঙ্গিক কোন বিষয়ে ন্যূনতম চার (০৪) বছর এর স্নাতক ডিগ্রীসহ স্নাতকোত্তর ডিগ্রী ।
বয়সঃ- সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞাতাঃ- পরিবেশ বিজ্ঞান ও পরিবেশগত সুরক্ষার কাজে ন্যুনতম ০৭ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ০১ জন
৩। পদের নামঃ- জেলা কর্মকর্তা (লাইভলীহুড) |
বেতনঃ- ২০৫২০–১০০০x১০–৩০৫২০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- কৃষি বা প্রাসঙ্গিক কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞাতাঃ- লাইভলীহুড সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ১০ জন
৪। পদের নামঃ- জেলা কর্মকর্তা (কমিউনিটি ফিন্যান্স) |
বেতনঃ- ২০৫২০–১০০০x১০–৩০৫২০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা বা প্রাসঙ্গিক কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞাতাঃ- সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে। | কমিউনিটি ফিন্যান্স সংক্রান্ত কাজে ন্যুনতম ০৩ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ১৪ জন
৫। পদের নামঃ- জেলা কর্মকর্তা (ইনিস্টিটিউশন অ্যাণ্ড ক্যাপাসিটি বিল্ডিং) |
বেতনঃ- ২০৫২০–১০০০x১০–৩০৫২০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- সমাজ বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা প্রাসঙ্গিক কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞাতাঃ- ইনিস্টিটিউশন অ্যাণ্ড ক্যাপাসিটি বিল্ডিং সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ১২ জন
৬। পদের নামঃ- জেলা কর্মকর্তা (কনস্ট্রাকশন অ্যাণ্ড এনভায়রনমেন্ট) |
বেতনঃ- ২০৫২০–১০০০x১০–৩০৫২০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞাতাঃ- বিএসসি ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রে ন্যূনতম ০২ বছর| চাকরির অভিজ্ঞতা৷ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রে ন্যূনতম ০৩ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ১৪ জন
৭। পদের নামঃ- জেলা কর্মকর্তা (মনিটরিং ইভালুয়েশন লার্নিং অ্যাণ্ড গভর্ন্যান্স অ্যাণ্ড এ্যাকাউন্ট্যাবিলিটি)। |
বেতনঃ- ২০৫২০–১০০০x১০–৩০৫২০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- সমাজ বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা প্রাসঙ্গিক কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞাতাঃ- মনিটরিং ইভালুয়েশন, লার্নিং এবং সুশাসন ন্যূনতম ০৩ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ১8 জন
৮। পদের নামঃ- জেলা কর্মকর্তা একাউন্টস/এডমিন |
বেতনঃ- ২০৫২০–১০০০x১০–৩০৫২০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- হিসাব বিজ্ঞান/ফিন্যান্স/এমবিএ বা প্রাসঙ্গিক কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞাতাঃ- হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ন্যূনতম। ০৩ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ১৫ জন
৯। পদের নামঃ- জেলা কর্মকর্তা আইটি/এমআইএস |
বেতনঃ- ২০৫২০–১০০০x১০–৩০৫২০ এবং সংস্থার বিধি মােতাবেক অন্যান্য সুবিধাদি রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ঃ- বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিএসসি ইন আইটি অ্যাণ্ড এমআইএস সংক্রান্ত কাজে প্রাসঙ্গিক ডিগ্রী।
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞাতাঃ- আইটি/ এমআইএস কাজে ০৩ বছর চাকরির অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ১১ জন
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য শর্তাবলী |
১. আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মােবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা, পদের নাম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (CV)-সহ শিক্ষাগত যােগ্যতা এবং অভিজ্ঞতার সকল সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপাের্ট সাইজের ছবি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।
২. প্রতিটি পদের TOR সহ বিস্তারিত তথ্য জানার জন্য www.sdfbd.org -এই web-site টি visit করুন।
৩. খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করে আগ্রহী প্রার্থীকে আগামী ২০/০২/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, সােশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২, খিলজী রােড, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭ বরাবর প্রেরণ করতে হবে।
৪. বিলম্বে প্রাপ্ত বা অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৫. এসডিএফ-এ কর্মরত কোন কর্মকর্তা/কর্মচারির আবেদন যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে প্রেরণ করতে হবে।
৬. প্রাথমিক বাছাই-এর পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানাে হবে।
৭. অত্র বিজ্ঞপ্তির ১ ও ২ নং ক্রমিকে বর্ণিত পদে বয়সের ক্ষেত্রে অধিকতর যােগ্য, অভিজ্ঞ ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের বয়স বিবেচনা করা যেতে পারে।
৮. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯. মহিলা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। ১
০. মুক্তিযােদ্ধা পরিবারের সন্তানদের ক্ষেত্রে প্রচলিত নিয়মানুযায়ী অগ্রাধিকার প্রদান করা হবে।
১১. কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২. এ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা পরীক্ষা গ্রহণ করতে বাধ্য থাকবেন না৷



সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি
Pingback: UNDP jobs Bangladesh - সময়ের সংলাপ
Pingback: আলিফ কনজুমার লিমিটেড জরুরী নিয়োগ - সময়ের সংলাপ
Pingback: মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) ৪৭৮ টি শূন্য পদে চাকরি - সময়ের সংলাপ
[url=https://www.youtube.com/watch?v=paibWqIBCzU]5 привычек успешных людей[/url]
Благодаря интенсиву вы будете четко догадываться, какие действия приведут вас и команду к высокому результату.
5 привычек успешных людей
Pingback: মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) ৪৭৮ টি শূন্য পদে চাকরি - সময়ের সংলাপ