আলিফ কনজুমার নিয়োগ 2022- Big Circular
Spread the love
আলিফ কনজুমার নিয়োগ 2022
ডিপু/ ডিলার আবশ্যক ও জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি |
আলিফ কনজুমার লিমিটেড এর ঘায়েল ও কেয়ার টেকার ব্র্যান্ডের মশার কয়েল, Alif ব্র্যান্ডের বিভিন্ন ধরনের কনজুমার পণ্য সামগ্রী ভােক্তাদের দোড়গােড়ায় পৌছে দেওয়ার জন্য দ্রুত বাজারর্জাত সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশব্যাপী (শূন্যস্থানে) বিভাগ ও জেলা পর্যায়ে ডিপাে, উপজেলা ও থানা পর্যায়ে ডিলার নিয়ােগ চলছে। ডিলার, পরিবেশক ও ডিপাে সেট-আপ করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, বিক্রয় ও বিপনণ কার্যক্রম পরিচালনার জন্য বিক্রয় বিভাগে আকর্ষনীয় বেতন ও অন্যান্য সুযােগ-সুবিধাসহ নিম্নলিখিত পদসমূহে সৎ, উদ্যমী, দক্ষ ও পরিশ্রমী, অভিজ্ঞতাসম্পন্ন মার্কেটিং জনবল জরুরী ভিত্তিতে নিয়ােগ চলছে। চট্টগ্রাম ও টেকনাফ ডিপাের জন্য ডিলার ও মার্কেটিং লােক নিয়ােগ চলছে। (প্রার্থীকে নিজ জেলায় কাজ করার সুযােগ দেওয়া হবে)। |
প্রতিষ্ঠানের নামঃ- আলিপ কনজুমার লিমিটেড |
পদের নামঃ- ম্যানেজার সেলস |
পদ সংখ্যাঃ- ০৩
শিক্ষাগত যোগ্যতাঃ- মাস্টার্স/সমমান
অভিজ্ঞতাঃ- কনজুমার পণ্য বিক্রয়ের উপর ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অধিক অভিজ্ঞতা
পদের নামঃ- আর এস এম |
পদ সংখ্যাঃ- ১০
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/সমমান
অভিজ্ঞতাঃ- কনজুমার পণ্য বিক্রয়ের উপর ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অধিক অভিজ্ঞতা
পদের নামঃ- এ এস এম |
পদ সংখ্যাঃ- ৩০
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/সমমান
অভিজ্ঞতাঃ- কনজুমার পণ্য বিক্রয়ের উপর ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অধিক অভিজ্ঞতা
পদের নামঃ- সেলস অফিসার |
পদ সংখ্যাঃ- ৯০
শিক্ষাগত যোগ্যতাঃ- উচ্চমাধ্যমিক/মাধ্যমিক-সমমান
অভিজ্ঞতাঃ- কনজুমার পণ্য বিক্রয়ের উপর ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অধিক অভিজ্ঞতা।
আগ্রহী স্বচ্ছল ব্যবসায়ীগণকে ট্রেড লাইসেন্স এর কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও ০২ কপি ছবি এবং উপযুক্ত মার্কেটিং প্রতিনিধিগণ পূর্ণাঙ্গ জীবন–বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষাগত সনদের কপি, ০৩ কপি ছবি ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ আগামী ০৭/০২/২০২২ ইং থেকে ২০/০২/২০২২ ইং তারিখের মধ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে সরাসরি উপস্থিত থেকে সাক্ষাতকারের জন্য আহবান করা যাচ্ছে। |
প্রধান কার্যালয় , চট্টগ্রাম ডিপাে কার্যালয় মেসার্স নিহান এন্টারপ্রাইজ খাজা রােড, চান্দগাঁও, চট্টগ্রাম। ০১৮১৯-৯৯৭৯৯৮, ০১৮৬০-৩৩৩৩১১ |
টেকনাফ ডিপাে কার্যালয় মেসার্স সােহান এন্টারপ্রাইজ হােয়াইক্যাং বাজার। টেকনাফ, কক্সবাজার মােবা ঃ ০১৭৫৩-১০৭০২৭ |
আলিফ কনজুমার লিমিটেড। দিলকুশা সেন্টার (১৮ তলা, স্যুইট নং-১৭০১) ২৮ দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা-১০০০ ফোনঃ ০২-৫৭১৬১০০৫, ০১৭৩৫-৫০২৫৯৭ nihanenterprise98@gmail.com ই-মেইলঃ alifconsumerltd@gmail.com |


আলিফ কনজুমার নিয়োগ 2022 আলিফ কনজুমার নিয়োগ 2022 আলিফ কনজুমার নিয়োগ 2022