দারিদ্র বিমোচন সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি পদ ৪০ টি

Spread the love

দারিদ্র বিমোচন সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি পদ ৪০ টি

PKSF এর আর্থিক সহায়তায় এবং এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৭৯১-০১৬৩২-০০২৬৬) ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) এর অধীনে পরিচালিত কৃষি ও প্রাণীসম্পদ ইউনিট এবং সংস্থার। ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে “নির্বাহী পরিচালক” বরাবর আবেদন আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম:- দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)
পদের নাম:- প্রাণীসম্পদ কর্মকর্তা
পদ সংখ্যা
  • ০৫ 
বয়স:-
  • সর্বোচ্চ ৪০ বছর
বেতন
  • সর্বসাকুল্যে মাসিক ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার মাত্র)
  •  পিকেএসএফ এর যেকোন সহযোগী সংস্থায়  সংশিষ্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্নদের  জিন্য মাসিক ৪০,০০০/- (চলিশ হাজার মাত্র) টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ
  • যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সের ওপরে স্নাতক/ স্নাতকোত্তর
পদের নাম:- এরিয়া ম্যানেজার  
পদ সংখ্যা
  • ০৫ জন
বয়স
  • সর্বোচ্চ ৪০ বছর
কাজের ধরন
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম
বেতন
  • র্বসাকুল্যে ৩৫,৫০০/- (পঁয়ত্রিশ হাজার পাঁচশত মাত্র) টাকা
  • সংশিষ্ট পদে অন্তত পাঁচ বছর দায়িত্ব পালনে অভিজ্ঞদের বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
  • যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পিকেএসএফ এরযেকোন সহযোগী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
পদের নাম:- সিনিয়র ম্যানেজার
পদ সংখ্যা
  • ১০ টি
বয়স
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
বেতন
  • সর্বসাকুল্যে ৩০,০০০/- (ত্রিশ হাজার মাত্র)
শিক্ষাগত যোগ্যতা
  • যেকোন স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর।
  • পিকেএসএফ  এর যেকোন সহযোগী প্রতিষ্ঠানে  সংশ্লিষ্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা।
কাজের ধরন
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম
পদের নাম:- সিনিয়র ক্রেডিট অফিসার
পদ সংখ্যা
  • ২০ টি
বয়স
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
কাজের ধরন
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম
বেতন
  • প্রাথমিকভাবে ৬ মাস শিক্ষানবিসকালীন সর্বসাকুল্যে ১৬,০০০/- (ষোল হাজার মাত্র) টাকা
  • ’ শিক্ষানবিসকাল অতিক্রম হলে সর্বসাকুল্যে ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা
শিক্ষাগত যোগ্যতা
  • যেকোন স্বীকৃত কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
 শর্তাবলীঃ

 ১। শুধুমাত্র ১, ২ ও ৩নং পদের জন্য প্রার্থীর নিজস্ব মেটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়।

২। সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক ২টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রাপ্ত হবে। শুধুমাত্র ২, ৩ ও ৪ | নং পদের জন্য সিপিএফ, গ্রাচুইটি, ইনক্রিমেন্ট সুবিধা প্রদান করা হবে।

৩। সকল পদের জন্য কম্পিউটার এমএস ওয়ার্ড, এমএস এক্সেলে কাজ জানা আবশ্যক।

৪। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, চার কপি পাসপোর্ট সাইজ ছবি, এন আইডি ফটোকপি, পূর্ণজীবন বৃত্তান্ত (মোবাইল নাম্বারসহ) এবং নিজ হস্তে লেখা আবেদন সংযুক্ত করে আগামী ২রা ডিসেম্বর, রােজ বৃহস্পতিবার, ২০২১-এর মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় ডাকযোাগে/কুরিয়ার এর মাধ্যমে প্রেরণ করতে হবে।

 খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

বিঃদ্রঃ- উপরোক্ত সকল পদে প্যানেল তৈরীর লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে। ঠিকানা : নির্বাহী পরিচালক, দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস), ফুলবাগান রোড, মূখার্জীপাড়া, মেহেরপুর-৭১০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *