আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর নতুন নিয়োগ
আ বুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর মার্কেটিং বিভাগে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নোক্ত পদে কিছু সংখ্যক পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানের নাম:- আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ
পদের নাম:- ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (TMR)
ন্যূনতম এইচ এস সি বা সমমান পাশ
আরও চাকরিঃ-যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড-এ চাকরি
চটপটে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই Convincing ability থাকতে হবে। Official Mobile Apps ব্যবহারের উপযোগী নিজস্ব Android Mobile Phone থাকতে হবে
সেলস / প্রমোশোন এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিজস্ব ব্র্যান্ডের কনজাম্পশন এবং মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকবেন
চট্টগ্রাম, কক্সবাজার (সদর থানা), ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার অন্তর্ভূক্ত এলাকা সমূহ
উপস্থিতির ঠিকানা তারিখ ও সময় আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিঃ ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম ৫ ডিসেম্বর, ২০২১ সকাল ৯টা থেকে দুপুর ১২টা আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ মেসার্স নেহাল এন্টারপ্রাইজ,জয় ম্যানশন, খুরুসকুল রাস্তার মাথা, কক্সবাজার ৬ ডিসেম্বর, ২০২১ সকাল ৯টা থেকে দুপুর ১২টা আবুল খায়ের গ্রুপ কালাম মঞ্জিল, বাসা নং-৬৬/১, ২য় তলা (আয়কর অফিস সংলগ্ন), অনন্তপুর, মাইজদী, নোয়াখালী ৭ ডিসেম্বর, ২০২১ সকাল ৯টা থেকে দুপুর ১২টা আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ ২৮৮, সালাম ভবন, ট্রাঙ্ক রোড (পাসপোর্ট অফিসের উত্তর পাশে) নোয়াপাড়া, কুমিল্লা ৮ ডিসেম্বর, ২০২১ সকাল ৯টা থেকে দুপুর ১২টা
আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উপরোক্ত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা যাচ্ছে ।
Post Views: 162