জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ
জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ
- পদের নামঃ- ম্যানেজার
- গ্রেড- ১০
- পদ সংখ্যাঃ- ১০০ জন
- বেতনঃ ৩৪,৬৪৯/- টাকা, এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যুনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই- মেইল, ব্রাউজিং জানতে হবে এবং মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর।
- পদের নামঃ- শাখা হিসাব রক্ষক/সহকারী ম্যানেজার
- গ্রেড- ১১
- পদ সংখ্যাঃ- ৮০ টি
- বেতনঃ- ২৪,৪৪৭/- টাকা
হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের হিসাবরক্ষকের কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই- মেইল, ব্রাউজিং জানতে হবে এবং মোটর-সাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর।
- পদের নামঃ- শাখা হিসাব রক্ষক/সিনিয়র অফিসার
- গ্রেড- ১২
- পদ সংখ্যাঃ- ৭০ জন
- বেতনঃ- ২২,৩০২/- টাকা
হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই- মেইল, ব্রাউজিং জানতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
- পদের নামঃ- অফিসার
- গ্রেড- ১৩
- পদ সংখ্যাঃ- ৩০০ জন
- বেতনঃ- ৬ মাস শিক্ষানবিশকালীন ১৬,০০০/- টাকা, শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন ২০,০৮৩/- টাকা।
স্নাতক/সমমান। মাঠ পর্যায়ে বাইসাইকেল/মটরসাইকেল চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
- পদের নামঃ- পিয়ন কাম গার্ড
- গ্রেড- ১৬
- পদ সংখ্যাঃ- ১০০ জন
- বেতনঃ- মাসিক বেতন ৯,০০০/- টাকা
ন্যূনতম এসএসসি/ সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
৫ নং পদ ব্যতীত অন্যান্য পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ থাকতে হবে।
