৪র্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৩ উইকেটে পরাজয়

৪র্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৩ উইকেটে পরাজয়
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪র্থ টি২-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৫ ম্যাচ টি২০ সিরিজের ৪র্থ টি তে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং ন্যায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করতে সক্ষম হয় । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নাঈম হাসান ৩৬ বলে ২৮ রান । অস্ট্রেলিয়া দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন স্বেপসন তিনি ০৪ ওভারে ১২ রান দিয়ে ০৩ উইকেট শিকার করেন। তারপরে আছে অ্যান্ড্রু টাই ০৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেটের শিকার করেন।
জবাব দিতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ব্যাটিং বিপর্যয় পরেন, পরে অবশ্য বিপর্যয় কাটিয়ে ওঠেতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন ক্রিস্টিয়ান ১৫ বলে ৩৯ রান, তিনি সাকিবের এক ওভারে ৫ টা ছয় মেরেছে । দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ২৭ রান করেন অ্যাগার। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান তিনি ০৪ ওভারে ০৯ রান দিয়ে ০২ উইকেট শিকার করেন। তারপরে আছে মেহেদী হাসান ০৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২ উইকেটের শিকার করেন।
করোনায় গণস্বাস্থ্যের চিকিৎসকের মৃত্যু
স্কোর
বাংলাদেশঃ– ১০৪/৯(২০)
নাঈম ৩৬ বলে ২৮ রান
স্বেপসন ০৪ ওভারে ১২ রান ০৩ উইকেট
অ্যান্ড্রু টাই ০৪ ওভার ১৮ রান ৩ উইকেট
অস্ট্রেলিয়া:- ১০৫/৭(১৯)
ক্রিস্টিয়ান ১৫ বলে ৩৯ রান
মোস্তাফিজুর রহমান ৪ ওভার ৯ রান ২ উইকেট
মেহেদী হাসান ৪ ওভার ১৭ রান ৩ উইকেট