সিসিডিবি এনজিও নিয়োগ
সিসিডিবি এনজিও নিয়োগ
সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এমআরএ সনদ নম্বর-২৯৫। বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবির মাইক্রো ফাইন্যান্স প্রােগ্রাম পরিচালনার জন্য নিমােক্ত পদে লােক নিয়ােগ করা হবে |
প্রতিষ্ঠানের নামঃ- সিসিডিবি এনজিও |
১. পদের নাম: শাখা ব্যবস্থাপক
কাজের প্রকৃতি: স্বাধীনভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পর্যায়ের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা।
শিক্ষাগতঃ- যােগ্যতা: স্নাতকোত্তর পাশসহ (৩টি দ্বিতীয় বিভাগ) |
অভিজ্ঞতাঃ- ক্ষুদ্রঋণ শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ- শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ২৫,০০০/= টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর। মােটর সাইকেল চালানাের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২. পদের নাম: মাঠ সংগঠক
কাজের প্রকৃতি: ক্ষুদ্রঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা।
শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ।
দুটো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ২.৫ জিপিএ থাকতে হবে। জাতীয় পর্যায়ের এমআরএ’র সনদপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে | ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ- সর্বসাকুল্যে মাসিক বেতন ১৭,০০০/= টাকা।
বয়সসীমা:২২-৩২ বছর। বাইসাইকেল চালানাে বাধ্যতামূলক
উক্ত পদসমূহে ৬ মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী | অন্যান্য সুযােগ-সুবিধাদি প্রদান করা হবে। এছাড়া প্রার্থীদের যােগদানের সময় ৩০০ টাকার নিন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামানতনামা, সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র এবং ১নং পদের জন্য ১৫,০০০ টাকা এবং ২ নং পদের জন্য ১০,০০০ টাকা সিকিউরিটি মানি (সুদসহ ফেরতযােগ্য) হিসেবে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তােলা পাসপাের্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন-বৃত্তান্তসহ (অভিজ্ঞতার বিবরণসহ) এইচআরএমডি বিভাগ, সিসিডিবি, ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬ -এই ঠিকানায় পাঠানাের জন্য অনুরােধ করা যাচ্ছে। দরখাস্তে অবশ্যই সচল মােবাইল নম্বর উল্লেখ করতে হবে। |
web:- https://ccdbbd.org/



সিসিডিবি এনজিও নিয়োগ সিসিডিবি এনজিও নিয়োগ সিসিডিবি এনজিও নিয়োগ সিসিডিবি এনজিও নিয়োগ
Pingback: কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২১৮১ জন জনবল নিয়োগ - সময়ের সংলাপ
Pingback: পাট গবেষণা ইনস্টিটিউট(BJRI) নিয়োগ বিজ্ঞপ্তি 2021 - সময়ের সংলাপ
Pingback: আনসার বাহিনীতে নিয়োগ 2021 - সময়ের সংলাপ
Pingback: ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে হবে- এরদোগান - সময়ের সংলাপ