Jobs circular

২৬৪ জনকে চাকরি দিবে সামাজিক সেবা সংগঠন এনজিওতে

Spread the love

২৬৪ জনকে চাকরি দিবে সামাজিক সেবা সংগঠন এনজিওতে

সামাজিক সেবা সংগঠন একটি সু-প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যাহা পিকেএসএফ, ব্যাংক দাতাদের অর্থিক সহায়তায় পরিচালিত। এমআরএ (নিবন্ধন নং ০৬০০৩০১৫৮৬০০১৫০) ও এনজিও বিষয়ক ব্যুরো (নিবন্ধন নং ২১২৪)-এর সনদ প্রাপ্ত সংস্থাটি “ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে।
পদের নাম : এরিয়া ম্যানেজার
 • পদ সংখ্যা-১০ জন
 • বয়স-সর্বোচ্চ ৩৫ বছর
 • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়)
 • অভিজ্ঞতা : আগ্রহী প্রার্থীদের পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওতে নূন্যতম ০৫টি শাখা পরিচালনার ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
 • বেতন : শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ৩৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪২,০০০ টাকা
 • অনান্য সুবিধাঃ- এ ছাড়াও মোবাইল বিল বাবদ মাসিক ৪০০ টাকা এবং জ্বালানি খরচ প্রতি কি. মি. ২.৬৫ টাকা প্রদান করা হবে। প্রার্থীদের অবশ্যই মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
পদের নাম : সিনিয়র ম্যানেজার (ট্রেনিং)
 • পদ সংখ্যা-০২ জন
 •  বয়স-সর্বোচ্চ ৩৮ বছর,
 •  শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ (কোন ততীয় বিভাগ গ্রহণযোগ্য নয়)
 • অভিজ্ঞতা : আগ্রহী প্রার্থীদের ক্ষুদ্রঋণ পরিচালনাকারী জাতীয় পর্যায়ের এনজিওতে প্রশিক্ষণ প্রদান
 • অভিজ্ঞতাঃ- সিডিউল-মডিউল প্রস্তুত ও প্রেজেন্টেশনের ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
 • বেতন : শিক্ষানবীশকালীন ০৩ তিন মাস ৩৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪২,০০০ টাকা।
 • অনান্য সুবিধাঃ- এ ছাড়াও মোবাইল বিল বাবদ মাসিক ৪০০ টাকা এবং জ্বালানি খরচ প্রতি কি. মি. ২.৬৫ টাকা প্রদান করা হবে। প্রার্থীদের অবশ্যই মােটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
 • পদ সংখ্যা-৫০ জন
 • বয়স-সর্বোচ্চ ৩৫ বছর
 • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়),
 • অভিজ্ঞতা : প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ম্যানেজার পদে ন্যূনতম ০১ (এক) বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
 • বেতন : শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ২৯,১৬০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৪,০২০ টাকা।
 • অনান্য সুবিধাঃ- এ ছাড়াও মোবাইল বিল বাবদ মাসিক ৩০০ টাকা এবং জ্বালানি খরচ প্রতি কি. মি. ২.৬৫ টাকা প্রদান করা হবে। প্রার্থীদের অবশ্যই মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
পদের নাম : সিনিয়র অফিসার (ট্রেনিং)
 • পদ সংখ্যা- ০২ জন
 • বয়স-সর্বোচ্চ ৩৫ বছর
 •  শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়)
 •  অভিজ্ঞতা : আগ্রহী প্রার্থীদের ক্ষুদ্রঋণ পরিচালনাকারী জাতীয় পর্যায়ের এনজিওতে প্রশিক্ষণ প্রদান, সিডিউল-মডিউল প্রস্তুত ও প্রেজেন্টেশনের ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
 • বেতন : শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ২৯,১৬০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৪,০২০ টাকা।
 • অনান্য সুবিধাঃ-  এ ছাড়াও মোবাইল বিল বাবদ মাসিক ৩০০ টাকা এবং জ্বালানি খরচ প্রতি কি. মি. ২.৬৫ টাকা প্রদান করা হবে। প্রার্থীদের অবশ্যই মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
পদের নাম: ফিল্ড অফিসার

২৬৪ জনকে চাকরি দিবে সামাজিক সেবা সংগঠন এনজিওতে ২৬৪ জনকে চাকরি দিবে সামাজিক সেবা সংগঠন এনজিওতে ২৬৪ জনকে চাকরি দিবে সামাজিক সেবা সংগঠন এনজিওতে ২৬৪ জনকে চাকরি দিবে সামাজিক সেবা সংগঠন এনজিওতে

 • পদ সংখ্যাঃ- ২০০ জন
 • শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক পাশ
 • মাস ১৮,৫৭৬ টাকা এবং স্থায়ীকরণের পরে ২১,১৬৮ টাকা
 • এ ছাড়াও মোবাইল বিল বাবদ মাসিক ১০০ টাকা এবং অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের মাসিক ৪০০ টাকা শিক্ষাভাতা প্রদান করা হবে।
 • অনান্য সুবিধাঃ- নিজস্ব মোটর সাইকেল থাকলে মাসিক ৮০০ টাকা জ্বালানি ভাতা প্রদান করা হবে।
অনান্য সুবিধা

ফ্রি আবাসন (২ ও ৪ নং পদ ব্যতিত), শহর ভাতা, চাকরি নিয়মিত হলে ৩টি উৎসব ভাতা (মূল বেতনের সমপরিমাণ ২টি এবং ১টি মূল বেতনের ৫০%), প্রতি বছর জুন মাসের শেষে প্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ দিনের বেতন সম-পরিমাণ অর্জিত ছুটির টাকা প্রদান, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি (চাকরিকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছর পূর্ণ হলে ২টি, ১৫ বছর পূর্ণ হলে ৩টি ও ২০ বছর পূর্ণ হলে ৪টি করে মূল বেতন প্রদান করা হবে), সন্তানদের জন্য বাৎসরিক এককালীন শিক্ষাভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, দক্ষতা অনুসারে ইনসেনটিভ ও পদোন্নতির ব্যবস্থা রয়েছে। তা ছাড়া সংস্থায় যােগদানের ০১ (এক) মাস পর ১ নং ও ৩ নং পদের জন্য শর্ত সাপেক্ষে সুদ-মুক্ত মোটর সাইকেল ঋণ সুবিধা এবং ৫ নং পদের জন্য সুদ-মুক্ত বাই-সাইকেল ঋণ সুবিধা রয়েছে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/১২/২০২১ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল—এই ঠিকানা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান এসএমএস এর মাধ্যমে। জানিয়ে দেয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। উল্লেখ্য চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের অবশ্যই যোগদানের সময় ১০,০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।

One thought on “২৬৪ জনকে চাকরি দিবে সামাজিক সেবা সংগঠন এনজিওতে

 • AaronGurdy

  ivermectin lotion price ivermectin 6 – ivermectin lotion price
  http://stromectolabc.online/ ivermectin 6mg dosage
  ivermectin australia [url=http://stromectolabc.online/]stromectol ivermectin for humans[/url] ivermectin human

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *