Jobs circular

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) NGO চাকরির সুযোগ ২০২২

Spread the love

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) NGO চাকরির সুযোগ ২০২২

         কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) NGO চাকরির সুযোগ ২০২২  
জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কর্মএলাকা চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নােয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের ১০৬টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম (এম আরএ সনদ নং ০১৭৮১-৩০০৪৮-০০১০৩) পরিচালনার জন্য নিন্মবর্ণিত পদে কাজ করতে আগ্রহী। প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
প্রতিষ্ঠানের নামঃ- কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
পদের নামঃ- শাখা ব্যবস্থাপক
কর্মস্থল
 • বাংলাদেশের যে কোন স্থানে
পদ সংখ্যা
 • নির্ধারিত নয়
বেতন
 • শিক্ষানবিষ কাল ছয় মাস। তবে যােগ্যতা ও কাজের দক্ষতার ভিত্তিতে শিক্ষানবীশকাল ৩ মাস করা যেতে পারে। শিক্ষানবীশকালে বেতন হবে সর্বসাকুল্যে  ২৫,০০০ – ৩০,০০০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা
 • যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা
 • পি কে এস এফ এর সহযােগী প্রতিষ্ঠানে  ক্ষুদ্রঋণ ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য সুবিধা

শিক্ষানবীশকাল শেষে চাকুরী নিয়মিতকরনের পর সংস্থারবিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও

 •  বাড়ি ভাড়া ভাতা
 • চিকিৎসাভাতা
 • যাতায়াতভাতা
 • মােবাইলভাতা
 •  লাঞ্চ ভাতা
 •  পি,এফ
 •  গ্র্যাচুইটি
 • ছুটি নগদায়ন
 •  উৎসব Bonus
 • বৈশাখী Bonus
 • গ্রুপ ইস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আরও পড়ুনঃ- স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এ সেলস অফিসার পদে চাকরির সুযোগ ২০২২

লিঙ্গ
 • নির্ধারিত নয়
অবেদনের শেষ তারিখ
 • ২৬ জানুয়ারী ২০২২

আরও পড়ুনঃ- ১১৫ পদে সৃজনী ফাউন্ডেশন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

দেশ
 • বাংলাদেশ
আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যােগাযােগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত আগামী ২৬ জানুয়ারী, ২০২২ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবরেকমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট # ২, রােড # ২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রােড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাঙ্কারের জন্য যােগাযােগ করা হবে।

আরও পড়ুনঃ- কমিউনিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিঃ দ্রঃ আবেদনপত্রের/খামের উপর আবেদনকৃত পদ এবং স্ব-স্ব বিভাগ উল্লেখ করতে হবে ।

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুনঃ-

3 thoughts on “কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) NGO চাকরির সুযোগ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *