শশ্মান থেকে চুরি হচ্ছে মৃত্যু ব্যক্তির পোশাক
শশ্মান থেকে চুরি হচ্ছে মৃত্যু ব্যক্তির পোশাক
টাইম অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে বলেছেন ভারতের শশ্মান থেকে করোনায় মৃত্যু ব্যাক্তিদের শরিল থেকে পোশাক খুলে নিয়ে বিক্রি করছে একটি চক্র ।এই চক্র শশ্মানে আসা মৃত্যু ব্যাক্তিদের শরিলের পোশাক, চাদর, কাপড় ইত্যাদি খুলে নিতো, এমন কি মৃত্যু ব্যাক্তির গায়ের সাদা কাপড় ও খুলে নিয়ে যেতো এবং সেগুলো নিয়ে গিয়ে শহরের ভিবিন্ন দোকানে বিক্রি করত ।
করোনার প্রাদুর্ভাবের কারনে ভরতে যেনো মৃত্যুর মিছিল থামছেইনা প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার লোক শুধু করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।
এই মৃত্যু বেড়ে যাবার কারনে বর্তমানে যেন শশ্মানে লাশের মিছিল বইছে। সেই সাথে এইচক্র গুলোর ব্যাবসা ও বেড়ে চলছে অতিমাত্রায় ।
এদিকে ইন্ডিয়ান পুলিশ এমন খরব পেয়ে এই চক্রের কিছু লোক কে গ্রেপতার করতে সক্ষম হয়েছে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৫২০ টি চাদর ১২৭ টি কুর্তা ৫২ টি শাড়ি সহ আরও ভিবিন্ন ধরনের জামা কাপড় উদ্ধার করাহয়েছে।
পরে চক্রটি জানায় তারা প্রায় ১০ বছর ধরে এই কাজের সাথে যুক্ত এবং তারা দৈনিক হিসেবে কাজ করত, যাতে তাদের আয় হতো ৩০০/৪০০টাকা।

শশ্মান থেকে চুরি হচ্ছে মৃত্যু ব্যক্তির পোশাক শশ্মান থেকে চুরি হচ্ছে মৃত্যু ব্যক্তির পোশাক