যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড-এ চাকরি

যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড-এ চাকরি
দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গােষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান “যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড”এর উৎপাদন সামগ্রী (রেফ্রিজেরেটর, টেলিভিশন, এসি, মােটর সাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার,আয়রণ ও অন্যান্য স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য নিম্ন বর্ণিত পদে দক্ষ অভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়ােগ দেয়া হবে। |
Walk-in -interview A JAMUNA GROUP
প্রতিষ্ঠানের নামঃ- যমুনা গ্রুপ |
০১। যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড-এ চাকরি পদের নামঃ- ম্যানেজার। শােরুম / প্লাজা |
পদ সংখ্যাঃ- ২০০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ- নুন্যতম স্নাতক পাস।
অভিজ্ঞতাঃ- ০৪-০৫ বছর।
বয়সঃ- নির্ধারিত নয়।
লিঙ্গঃ- নির্ধারিত নয়
কর্মস্থলঃ- ঢাকা, চট্টগ্রাম,বরিশাল, সিলেট, রাজশাহী,খুলনা,কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগ এর বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে।
Career Sundarban Courier Service Ltd. Bangladesh
০২। যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড-এ চাকরি পদের নামঃ- সেলস অফিসার |
পদ সংখ্যাঃ- ৫০০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ- নুন্যতম স্নাতক পাস।
অভিজ্ঞতাঃ- প্রয়োজ নেই।
বয়সঃ- ৩০ বছর।
লিঙ্গঃ- নির্ধারিত নয়।
কর্মস্থলঃ- ঢাকা, চট্টগ্রাম,বরিশাল, সিলেট, রাজশাহী,খুলনা,কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগ এর বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে।
যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড-এ চাকরি আবেদনকারীর বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মনমানসিকতা থাকতে হবে। |
যােগ্যতা সম্পন্ন প্রার্থীগণ চাকুরীর আবেদনপত্র,পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তােলা ০২(দুই) কপি রঙিন পাসপাের্ট সাইজ ছবি, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, জন্ম নিবন্ধন / জাতীয় পরিচয় পত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে যে কোন দিন (সকাল ০৯ টা হতে বিকাল ০৫ টা) নিম্মােক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য অনুরােধ করা হলাে।
সরাসরি সাক্ষাতের ঠিকানাঃ সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমােবাইলস লিমিটেড, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কর্পোরেট অফিস,লেভেল-৬, কুড়িল, প্রগতি স্বরণী, বারিধারা, ঢাকা। |
Pingback: অভিজ্ঞতা ছাড়া ওপসো স্যালাইনে চাকরির সুযোগ - সময়ের সংলাপ
Pingback: Walton Jobs opportunity - সময়ের সংলাপ
Pingback: আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর নতুন নিয়োগ - সময়ের সংলাপ
Pingback: Nippon group job circular BD - সময়ের সংলাপ
Pingback: BURO Bangladesh Job - সময়ের সংলাপ
stromectol 6 mg dosage stromectol – buy ivermectin
http://stromectolabc.com/ ivermectin 8 mg
stromectol covid [url=http://stromectolabc.com/]stromectol for humans for sale[/url] stromectol uk