বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু
বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু
ইরানের আনহিতা হাশেমজাদেহ হলো বিশ্বের সবচেয়ে সুন্দরী শিশুর খেতাব অর্জনকারী মেয়ে।
আনহিতার জন্ম ২০১৬ সালের ১০ জানুয়ারি ইরানের ইশফাহান শহরে। তার অসাধারন মিষ্টি হাসি ও দৃষ্টিনন্দন চেহারার জন্য এই খ্যাতি অর্জন করেন ।

অনহিতা তার অসাধারন হাসি দিয়ে প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছেন। যেহেতু অনহিতার বয়স খুব কম হওয়ায় তাকে নিয়ে সাইবার বুলিংএর সংঙ্কা রয়েছে বলে তার মা তার বাচ্চার সুবক্ষার জন্য সে নিজের ইনেস্টাগ্রাম একাউন্ট ম্যানেজ করেন এবং সেখানে আনহিতার ছবি পোষ্ট করে।
অনহিতার শুরুটা হয় ২০১৮ সালের জুন মাসে , তখনই প্রথম তার ছবি ইনেস্টাগ্রমে প্রকাশ করা হয়ে ছিলো এবং তারপর থেকেই সেই ছবি ভাইরাল হতে থাকে এবং এর বেশ কিছু দিন পরে তার ইনেস্টাগ্রাম হ্যাক হয়ে হ্যাকারদের হাতে চলে যায়। পরে অবশ্য আবার নতুন একাউন্ট খুলেন তার মা।
মাত্র তিন বছর বয়সেই অনহিতা তার মায়ের বদৌলতে একজন মডেলে রূপান্তরিত হয়। তার অসাধান হাসি এবং মায়াবী চেহারার কারনে মানুষ তাকে খুবই পছন্দ করে।
