LifestyleNews

বাংলাদেশের উপজাতির বর্ণনা

Spread the love

বাংলাদেশের উপজাতির বর্ণনা

 • বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা – ৪৫ টি।
 • সরকারি হিসেবে দেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৪৮ টি।
 • বাংলাদেশের বৃহত্তম উপজাতি – চাকমা।
 • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি – সাওতাল।
 • পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বসবাস করে – ১৩ টি।  
 • বাংলাদেশে উপজাতির ভাষার সংখ্যা – ৩২ টি।  
 • প্রকৃতি পুজারি উপজাতি – মুন্ডা ও মনিপুরী।
 •  উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয় – বৈসাবি।
 • ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান অাইনে যতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রেণির জণগণের উল্লেখ অাছে – ২৭ টি।
বাংলদেশের উপজাতীদের উৎসব
 •  উপজাতি, ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের – ২৩(ক) অনুচ্ছেদে।
 • সাওতাল উপজাতির কোন লিখিত বর্ণমালা নেই।
 • মগ উপজাতির লোক জনের পাহাড়ি এলাকায় তাদের পরিচয়- মারমা নামে।
 • মগ উপজাতির লোকজন সমতল এলাকায় পরিচিত – রাখাইন নামে।
 •  মগদের অাদি নিবাস ছিল – অারাকানে
 • রাখাইনদের উৎসবের নাম-জলকেলি
 •  সামৌং হলো ত্রিপুরাদের ভোজানুষ্ঠান
 • জুম হলো চাষ হলো গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি
 • মন্দি ভাষা গারোদের স্থানীয় ভাষার নাম
 • খিয়াংরা ঈশ্বরকে বলে – হ্নাদাগা।
 • হাজং উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ ও বিধবা বিবাহ প্রচলন রয়েছে
 • বাংলাদেশে মোট উপজাতি সংখ্যা – ১৫৮৬১৪১ জন।
 • বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার – ১.১০%
 • ফেবো হলো চাকমাদের লিখিত ভাষায় উপন্যাসের নাম
 • যে উপজাতি মুসলমান – পাঙন।
 • উপজাতি বা ক্ষুদ্র নৃ গোষ্ঠী গেরিলা সংগঠনের নাম – শান্তি বাহিনী।
 • বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান অাছে – ৮টি।
 • যে দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক – গারো ও খাসিয়া।

আরও পড়ুনঃ-শিশু সন্তান মারা গেলে মা বাবা কি জান্নাতে যাবে?

চাকমাদের উৎসব

কয়েকটি উপজাতির পরিচয়:

উপজাতির নামঅবস্থানধর্মপ্রধান উৎসব       দেবতার নাম
চাকমাপার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার।বৌদ্ধবিজু 
সাওতাল  বৃহত্তর রাজশাহী ও রংপুর  নাইসোহরাই     সিং বোঙ্গা, মারাং বকু, ওরাক, মোরেইকো।  
ত্রিপুরা/টিপরাপাবর্ত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা।সনাতনবৈসুকহিন্দুদের সকল দেবতা
রাখাইনপার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী  বৌদ্ধ ধর্মের অনুসারী  ‘সাংগ্রাং’   তাতারা বারুগা
বাংলাদেশের উপজাতি

বাংলাদেশের উপজাতির বর্ণনা বাংলাদেশের উপজাতির বর্ণনা বাংলাদেশের উপজাতির বর্ণনা বাংলাদেশের উপজাতির বর্ণনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *