ফেসবুকে বাজে ম্যাসেজ পাচ্ছেন? ব্যাবস্থা নিবে পুলিশ।

ফেসবুকে বাজে ম্যাসেজ পাচ্ছেন? ব্যাবস্থা নিবে পুলিশ।
ফেসবুকে (ইনবক্স/কমেন্টস/টাইমলাইনে) বাজে ম্যাসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যাক্ত করলে করণীও কি? পুলিশের পক্ষ থেকে নিচের বিষয় গুলো করতে বলা হয়েছে।
১) উত্ত্যাক্ত কারী (বাজে ম্যাসেজ, বা ছবি) পোষ্টটির লিংকসহ স্ক্রিনশট এবং উত্ত্যাক্তকারীর একাউন্টটির প্রোফাইল লিংক সংগ্রহ করে অনতিবিলম্বে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
অথবা
২) সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন।
এছাড়াও নিম্নেবর্ণিত যে কোন মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।
হটলাইন নং ০১৭৩০৩৩৬৪৩১
ইমেইলঃ- smmcpc2018@gmail.com
ফেইসবুক পেইজঃ- https://www.facebook.com/cpccidbdpolice/
৩) অভিযোগ দায়েরের পর প্রয়োজনবোধে স্যোসাল মিডিয়ার বাজে ম্যাসেজ বা ছবি পাঠিয়ে উত্ত্যাক্তকারীর একাউন্টটিকে ব্লগ করে দিতে পারেন।
সংশ্লিষ্ট ফেসবুক একাউন্টটি ব্লগ করতে হলে যা করণীয়ঃ-
* প্রথমে ফেইক আইডিটি ওপেন করতে হবে।
* তারপর ঐ পেইজের ম্যাসেজ বস্কের পাশে তিনটি (…..) চিহ্নিত আইকনে ক্লিক করে Block অপশন সিলেক্ট করে বন্ঢক করুন।
প্রচারেঃ- মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা।
আপনি সচেতন হোন এবং আপনার আশেপাশে সবাইকে সচেতন করুন । আপনাদের সচেতনতাই পারে সোশাল মিডিয়া থেকে সবাইকে সচেতন করতে।
Pingback: জোঁকে কামড়ালে কি হয়? জোঁক থেকে বাঁচতে করনিও - সময়ের সংলাপ
Pingback: ফোন থেকে পর্ণ সাইট বন্ধ করবেন যেভাবে - সময়ের সংলাপ
Pingback: সাগরের নাম কেন হলো লোহিত সাগর? - সময়ের সংলাপ
Pingback: যৌনকর্মীদের তালিকা তৈরী করছে তালেবান - সময়ের সংলাপ
Pingback: স্বামী স্ত্রী উভয়ের লজ্জাস্থান দেখা কি জায়েজ? - সময়ের সংলাপ
Pingback: ১০৮৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে - সময়ের সংলাপ