পপি এনজিও নিয়োগ 2022
পপি এনজিও নিয়োগ
পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগােষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। |
প্রতিষ্ঠানের নামঃ- পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) |
পদের নামঃ- কর্মসূচি ব্যবস্থাপক |
শিক্ষাগত যােগ্যতাঃ- স্নাতকোত্তর।
অভিজ্ঞতাঃ-ঋণ কর্মসূচিতে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ১৫টি শাখার ঋণ কার্যক্রম পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা কর্মসূচি ব্যবস্থাপক থাকতে হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে যােগাযােগে অভিজ্ঞ হতে হবে। মােটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টে কাজ জানা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বয়স ঃ সর্বোচ্চ ৪৫ বছর।
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে =৫০,৮৪৫/- এবং স্থায়ীকরণের পর =৫৪,৮৩৮/-(ক্রেডিট ভাতা ও মােবাইল বিলসহ)।
পদের নামঃ- সহকারী কর্মসূচি ব্যবস্থাপক |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতাঃ- ঋণ কর্মসূচিতে কমপক্ষে ৪টি শাখা পরিচালনায় ১ বছরের অভিজ্ঞতাসহ এবং ক্ষুদ্রায়ন কর্মসূচিতে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক/সমমান পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। মােটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং ব্যবস্থাপক লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টে কাজ জানা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বয়স ঃ সর্বোচ্চ ৪২বছর।
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে =৩৮,২০৩/- এবং স্থায়ীকরণের পর =৪১,০১০/-(ক্রেডিট ভাতা ও মােবাইল বিলসহ)।
পদের নামঃ-শাখা ব্যবস্থাপক |
শিক্ষাগত যােগ্যতাঃ- স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতাঃ- ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক/সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সদস্য ভর্তি ও ঋণী যাচাই, সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই, শাখার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অভিজ্ঞ হতে হবে। কম্পিউপটার ব্যবহারে পারদর্শী ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মােটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩৭ বছর।
বেতন ও শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে =৩২,৩৭৭/- এবং স্থায়ীকরণের পর-=৩৭,৪৪৫/-(ক্রেডিট ভাতা, মােবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।
পদের নামঃ- সহকারী শাখা ব্যবস্থাপক |
শিক্ষাগত যােগ্যতাঃ- স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতাঃ- ঋণ কর্মসূচিতে হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক/সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। হিসাব বিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই কাজে অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। MRA এর সনদপ্রাপ্ত সংস্থায় কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স ঃ সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন ও শিক্ষানবিশকালে সর্বসাকুল্যেঃ-২৫,৭৬০/- এবং স্থায়ীকরণের পর =৩০,৪১৫/-(ক্রেডিট ভাতা, মােবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।
পদের নামঃ- সিনিয়র মাঠ কর্মকর্তা |
শিক্ষাগত যােগ্যতাঃ- স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতাঃ- স্নাতক পাশ প্রার্থীগণ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতনঃ শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে =২১,২৫৪/-এবং স্থায়ীকরণের পর =২৫,৫৭৩/-(ক্রেডিট ভাতা, মােবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।
বয়সঃ- ২৫-৩৫ বছর।
পদের নামঃ– মাঠ কর্মকর্তা |
শিক্ষাগত যােগ্যতা : স্নাতক/সমমান।
বয়স ঃ ২৫-৩৫ বছর।
বেতন ও শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে = ১৯,৯১৫/- এবং স্থায়ীকরণের পর-২৪,০৮৮/মাঠ কর্মকর্তা।(ক্রেডিট ভাতা, মােবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।
পদের নামঃ- বাবুর্চি/সহকারী বাবুর্চি |
শিক্ষাগত যােগ্যতাঃ- এস.এস.সি পাশ তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য। এককভাবে সকল ধরণের বাঙ্গালী খাবার প্রস্তুত করার দক্ষতাসম্পন্ন হতে হবে। খাদ্যের সর্বোত্তম মান নিশ্চিত করা, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে কিচেন ব্যবস্থাপনা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে। হােটেল, রেস্টুরেন্ট/প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেশী ও বিদেশী খাবার রান্নায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদসংখ্যা-০৩ জন
বয়স ও সর্বোচ্চ ৪০ বছর।
বেতনঃ ১২,০০০-১৫,০০০/-তবে অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
কর্মস্থলঃ- কিশােরগঞ্জ জেলার সদর উপজেলা ও ভৈরব উপজেলা।
অন্যান্য শর্তাবলী |
- ৭ নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকালে স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা (৩-৬ নং পদের জন্য প্রযােজ্য), স্বল্পসুদে মােটরসাইকেল ক্রয়ের ঋণ ও মােটরসাইকেলের জ্বালানী, রক্ষণাবেক্ষণ ব্যয় (শুধুমাত্র ১, ২ ও ৩ নং পদের জন্য প্রযােজ্য) এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে।
- এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযােজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে। সিনিয়র মাঠ কর্মকর্তা/মাঠ কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মােটরসাইকেল জ্বালানী খরচ প্রদান করা হয়।
- নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপি’র কর্মএলাকায় নিয়ােগ দেয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।
- নিয়ােগের জন্য মনােনীত হলে প্রার্থীদের জামানত বাবদ ৩ নং পদের জন্য ১৫,০০০/- টাকা, ৪ নং পদের জন্য ১৪,০০০/- টাকা এবং ৫ ও ৬ নং পদের প্রার্থীদের জন্য ১০,০০০/টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযােগ্য। তবে ৫ ও ৬ নং পদে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি বাবদ ২,০০০/- টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে।
- (১-৬) নং পদের প্রার্থীদেরকে “পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” একাউন্ট নম্বর-৪৪১৬৪৩৬০০০৯৪৬ (সােনালী ব্যাংক লিঃ, লালমাটিয়া শাখা) অনুকূলে সােনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/- টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের উপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে।
- অধ্যয়নরতদের আবেদন করার প্রয়ােজন নেই।
আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (১, ২ ও ৩নং পদের জন্য), ২ কপি সদ্য তােলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মােবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মােবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ২৮/০২/২০২২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহণ করা হবে। |
বিদ্রঃ- উল্লেখ্য যে, উল্লিখিত ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়ােজন অনুযায়ী নিয়ােগ দেওয়া হয়। web: www.popibd.org |



পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ পপি এনজিও নিয়োগ
Pingback: Baci job circular - সময়ের সংলাপ