জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি 2022
জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি 2022
জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, পিকেএসএফ এর সহায়তায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার এমআরএ (মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি) রেজিস্ট্রেশন সনদ নং- ০০৩২২-০১৭১৪-০০০০৮। উক্ত কর্মসূচির আওতায় নিম্নলিখিত পদে নিয়ােগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১। ম্যানেজার (গ্রেড-১০): ৩০ জন।
মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৪,৬৪৯ টাকা। শিক্ষানবিশকাল ৬ মাস। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যােগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
সুযােগ সুবিধাসমূহ: বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বােনাস, অঞ্চলভেদে সিটি/হার্ডশীপ এ্যালাউন্স, লাঞ্চ ভাতা, ক্রেডিট এ্যালাউন্স, শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যােগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযােগ রয়েছে।
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর। সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ থাকতে হবে। ঋণ কার্যক্রমের কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ঋণ কর্মসূচিতে শাখা পরিচালনায় নূ্যনতম। ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
২। পিয়ন কাম গার্ড (গ্রেড-১৬): ১৫০ জন (চুক্তিভিত্তিক)।
মাসিক বেতন সর্বসাকুল্যে ৯,০০০ টাকা এছাড়া সংস্থার। নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
আরও পড়ুন:- প্রগতি ইনসুরেন্স চাকরি
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
নিয়ােগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত www.jcf.org.bd ও bdjobs.com এ পাওয়া যাবে।
আবেদন পাঠানাের ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশাের-৭৪০০।
আবেদন পাঠানাের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১২।
জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি 2022 জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি 2022 জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি 2022


