জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ
জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ
কখন বুঝবেন জরায়ু নিচের দিকে নেমে গেছেঃ-
১. কিছু মাংসপেশী ও লিগামেন্ট জরায়ুকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে সাহায্য করে। জন্মগতভাবে যদি কারো এই কাঠামো দুর্বল থাকে তবে এই সমস্যা হতে পারে অর্থাৎ জরায়ু নিচের দিকে নেমে আসতে পারে।
২। সন্তান প্রসবের সময় জরায়ুর মুখ সম্পূর্ণভাবে খোলার আগেই যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয় তাহলে এ চাপ সহ্য করতে না পেরে জরায়ু নিচের দিকে নেমে আসে।
৩। প্রসব ব্যাথা যদি ১২ থেকে ১৬ ঘণ্টার বেশি স্থায়ী হয় এবং প্রসবকালে জরায়ু নিচের দিকে চলে যায়।

আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কঠিন ধোলাই দিলেন মিজানুর রহমান আজহারী
৪। প্রাথমিকভাবে জরায়ু টিউমারের চিকিৎসা এক সন্তান নেওয়ার পর স্বল্প বিরতিতে আরেক সন্তান নিলে দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধান এক বছরের কম এমন হলে এই ঝুঁকি বেড়ে যায় অর্থাৎ জরায়ু নিচের দিকে নেমে আসে।
৫। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জরায়ুর মাংসপেশি সহায়ক কাঠামো দুর্বল হয়ে পড়ে যার কারণে একটি নির্দিষ্ট সময়ের পরে এসে জরায়ুর কাঠামো ছিড়ে যায় এবং জরায়ু নিচের দিকে নেমে আসে।
৬। অনেকদিন ধরে কাশি এবং কোষ্ঠকাঠিন্য থাকলে বন্ধুরা যখন আমরা চাপ দেই তখন এর চাপ বা প্রেসার আমাদের সম্পূর্ণ শরীরের উপর পড়ে এবং শরীরের যে যে কাঠামোগুলো দুর্বল থাকে তার উপর গিয়ে আরো বেশি আঘাত করে।
৭। প্রসব-পরবর্তী যত্ন সঠিক ভাবে না নিলে এবং ভারী জিনিস ওঠানামার কাজ করলে জরায়ু নিচের দিকে নেমে যায়।বন্ধুরা উপরে যে কারণগুলো আমরা বললাম এই সকল কারণে জরায়ু নিচের দিকে নেমে আসে।

সরিষা শাকের অজানা স্বাস্থ্য গুণ
কখন একটা মেয়ে বুজবে তার জরায়ু তার পজিশন বা অবস্থান থেকে সরে গেছেঃ
১। তলপেটে ও যোনিপথে কোন কিছু নিচের দিকে নেমে যাওয়ার মত অসস্তিকর অনুভূতি হলে।
২। মাসিকের পথে জরায়ু বের হয়ে এলে
কোমরের ব্যাথা দূর করার উপায়
৩। কোমরে ও সহবাসের সময় ব্যথা হলে
৪। ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব হওয়ার মত অনুভুতি হওয়া।
৫। কোষ্ঠকাঠিন্য অথবা পায়খানা সম্পূর্ণ হয়নি বলে অনুভূত হলে।
৬। সাদাস্রাব হলে
জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণ
