চায়ের সাথে যে 5টি খাবার খাওয়া উচিত নয়
চায়ের সাথে যে 5টি খাবার খাওয়া উচিত নয়
চা-প্রেমিদের জন্য দিনে এক বা দু’কাপ চা খাওয়াটা কোনও ব্যাপার না। চাইলে সেই সংখ্যাটা ইচ্ছে মতো বাড়তেও পারে। তবে জানেন কি? চায়ের সঙ্গে এই পাঁচটা খাবার, কখনই খাওয়া উচিত নয়।
কী কী সেই খাবার?
বেসনঃ-
বাড়িতে কোনও অতিথি এলে, তাঁদের চায়ের সঙ্গে ‘টা’ দেওয়ার রীতি রয়েছে। তবে অতিথিকে কখনই চায়ের সঙ্গে বেসনের কোনও খাবার দেওয়া উচিত নয়। এতে হজমের অসুবিধা হতে পারে। অ্যাসিডিটি হতে পারে।
সবুজ সবজিঃ-
চিকিৎসকরা বলছেন, চায়ের সঙ্গে সবুজ সবজি দিয়ে তৈরি কিছু খাওয়া একদম উচিত নয়।
লেবুঃ-
লেমন টি বা লেবু চা খেতে অনেকেই ভালবাসেন। ভাবেন এতে হয়ত শরীরের ভাল হবে। কিন্তু সম্পূর্ণ ভুল। এতে অ্যাসিডিটি বাড়তে পারে।
আরও পড়ুনঃ-রোজা রাখা অবস্থায় চিকিৎসা সংক্রান্ত কী কী করা যাবে আবার কী করা যাবে না
হলুদঃ-
হলুদ রয়েছে এমন খাবারও নাকি চায়ের সঙ্গে না খাওয়া উচিত। এর ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে।
বাদাম জাতীয় খাবারঃ-
চায়ের সঙ্গে বাদাম জাতীয় কিছু খেলে নাকি, শরীরে মারাত্মক প্রভাব পড়ে।

চায়ের সাথে যে 5টি খাবার খাওয়া উচিত নয় চায়ের সাথে যে 5টি খাবার খাওয়া উচিত নয় চায়ের সাথে যে 5টি খাবার খাওয়া উচিত নয় চায়ের সাথে