কেন অর্থনৈতিক শিক্ষা দরকার?
Spread the love
কেন অর্থনৈতিক শিক্ষা দরকার?
তোমরা হয়তো ভাবছ, আমরা তো এখনো ছেলেমানুষ। বড়দের এইসব কথাগুলো কেন তোমাদের বলছি। দুটি কারণ বলি:
প্রথমত, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই প্রাপ্তবয়ষ্ক। ইসলামি দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়ষ্ক হওয়ার পর বাবা-মা বাধ্য নয় সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে (ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য)। তার মানে তারা তোমাদের পড়াশোনার খরচ বহন করছে এটি তোমাদের জন্য একটি বিশেষ অনুগ্রহ। এটি তোমাদের হক নয়। কাজেই তোমাদের কি উচিত না খুব দ্রুত স্বাবলম্বী হওয়া?
দ্বিতীয়ত, তোমরা যখন একাডেমিক পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন শুরু হবে টাকা উপার্জনের এক নতুন জীবনযুদ্ধ। যেহেতু টাকাই এখানে মুখ্য, কাজেই আমাদের জানা উচিৎ কীভাবে টাকা ম্যানেজ করতে হয়। আমরা টাকার পেছনে দৌড়াব না, টাকা যাতে আমাদের পেছনে দৌড়ায় এই দক্ষতা অর্জন করতে হবে। এজন্যই দরকার হচ্ছে অর্থনৈতিক শিক্ষা।
আশ্চর্যের ব্যাপার হলো, এরকম একটি বাস্তব সত্য আমরা সবাই লুকিয়ে যাই। আমাদের পরিবার, স্কুল-কলেজ-ইউনিভার্সিটি কোথাও এই ব্যাপারে আমাদের কিছুই শেখানো হয় না। এই বিষয়ে খুব সহজভাবে কিছু কথা বলব। আশা করি অর্থনৈতিক ব্যাপারে তোমাদের ধারণা পরিবর্তন হবে, ইনশাআল্লাহ।
টাকা-পয়সা বিষয়ে আমাদের ধ্যানধারণা :
অনেক মানুষ অনেক টাকা উপার্জন করেও গরিব। কারণ, তারা যেমন আয় করে, ঠিক তেমনি খরচ করে। দিনশেষে তাদের কাছে কিছুই অবশিষ্ট থাকে না। কাজেই কেউ যদি বেশি টাকা বেতন পায় তাহলে আসলে সেটায় লাভ নেই। কতটা উপার্জন করছে এটা বড় ব্যাপার নয়, কত ধরে রাখতে পারছে এটাই আসল। কেউ যদি হঠাৎ অনেক টাকার মালিক হয়ে যায়, তবুও লাভ নেই যদি সে না জানে কীভাবে এই টাকার সঠিক ব্যবহার করতে হয়। অনেকে উত্তরাধিকার সূত্রে অনেক টাকার মালিক হয়েও কিছুদিন পরে আবার গরিব হয়ে যায়।
মধ্যবিত্তরা টাকা সঞ্চয় করার চেষ্টা করে। কিন্তু এই টাকা দিয়ে তারা টিভি কিনে, এসি কিনে, ভালো ফ্ল্যাট ভাড়া করে তাদের জীবনযাত্রার মান উন্নত করে। এতে তাদের খরচ বাড়ে, কিন্তু আয় সেই তুলনায় বাড়ে না। স্ট্যাটাস ধরে রাখতে গিয়ে মধ্যবিত্তরা সবসময় একটা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যায়।
অনেকে হারাম কাজ করে। সুদের ওপর লোন করে ফ্ল্যাট কিনে, গাড়ি কিনে। তারা ভাবে, কিস্তিতে আমরা ব্যাংক লোন পরিশোধ করে দিলে এগুলো অ্যাসেট (asset-সম্পদ) হিসেবে থেকে যাবে। বিপদের সময় কাজে লাগবে। এগুলো কি আসলেই তাদের সম্পদ? তোমরা যদি ব্যাংকের ব্যালেন্স শিট দেখো তাহলে দেখবে এইগুলো ব্যাংকের অ্যাসেট (asset)। তার মানে এইগুলো তাদের দেনা (liability)। এই দেনা বাড়ার কারণে তারা আসলে আরও গরিব হচ্ছে যা তারা বুঝতেই পারছে না! সেই সাথে সুদের মতো গর্হিত হারাম কাজে জড়ানোর ব্যাপারটি তো আছেই।
.
আমাদের কাজ হচ্ছে অ্যাসেট (asset) বাড়ানো সেইসাথে লায়াবিলিটি (liability) বা দেনা কমিয়ে রাখা। এটাই রুল নাম্বার ওয়ান বা এক নম্বর নিয়ম।
সংগৃহীত :- ‘ষোলো’ ম্যাগাজিনের এপ্রিল-জুন ‘২২ সংখ্যা হতে।
কেন অর্থনৈতিক শিক্ষা দরকার?কেন অর্থনৈতিক শিক্ষা দরকার?কেন অর্থনৈতিক শিক্ষা দরকার?