Jobs circular

১১৬৫ জনবল নিয়োগ দিচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিও

Spread the love

১১৬৫ জনবল নিয়োগ দিচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিও

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নম্বর ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৭)। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
প্রতিষ্ঠানের নামঃ- রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
১। পদের নামঃ- জোনাল ম্যানেজার (জেড.এম)
পদ  সংখ্যা
  • ১৫ টি
বেতনঃ-
  •  মূল বেতন ২৬,০০০/- 
  • ৫০,৫০০/- হতে ৫৩,১০০/- নিয়মিতকরণের আগে) এবং
  • ৫৪,৪০০/- হতে ৫৭,০০০/- (নিয়মিতকরণের পরে)
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতকোত্তর পাশ কোনো পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।
বয়স
  • সর্বোচ্চ ৪৫ বছর
২। পদের নামঃ- এরিয়া ম্যানেজার (এএম)
পদ  সংখ্যা
  • ৫০ টি
বেতনঃ-
  • মূল বেতন ২২,৪০০/
  • ৪৩,৬৬০/- হতে ৪৫,৯০০/- (নিয়মিতকরণের আগে) এবং
  • ৪৭,০২০/- হতে ৪৯,২৬০/- (নিয়মিতকরণের পরে)
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতকোত্তর পাশ কোনো পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।
বয়স
  • সর্বোচ্চ ৪০ বছর
৩। পদের নামঃ- শাখা ব্যবস্থাপক (বি.এম)
পদ  সংখ্যা
  • ২০০ টি
বেতনঃ-
  • মূল বেতন ১৬,২০০/
  • ৩১,৮৮০/- হতে ৩৩,৫০০/- (নিয়মিতকরণের আগে)
  • ৩৪,৩১০/- হতে ৩৫,৯০০/- (নিয়মিতকরণের পরে)
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক পাশ
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক (বি.এম) পর্যায়ে কমপক্ষে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।
বয়স
  • সর্বোচ্চ ৩৫ বছর
৪। পদের নামঃ- শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি..)
পদ  সংখ্যা
  • ২০০ টি
বেতনঃ-
  • মূল বেতন ১৩,৪০০/-
  • ২৬,৫৬০/- হতে ২৭,৯০০/-/- (নিয়মিতকরণের আগে)
  • ২৮,৫৭০/- হতে ২৯,৯১০/- (নিয়মিতকরণের পরে)
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক পাশ বানিজ্যে স্নাতক অগ্রাধিকার দেয়া হবে
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • ঋণ কার্যক্রমে শাখা হিসাবরক্ষণ পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।  MIS & FIS প্রতিবেদন প্রস্তুতে  পারদর্শি হতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

পড়ুনঃ- ৯৯০ জনবল নিয়োগ দিচ্ছে সিও বাংলাদেশ এনজিও

বয়স
  • সর্বোচ্চ ৩৫ বছর
৫। পদের নামঃ- ক্রেডিট অফিসার (সিও)
পদ  সংখ্যা
  • ৭০০ টি
বেতনঃ-
  • মূল বেতন ১১,০০০/-
  • ২২,০০০/- হতে ২৩,১০০/- (নিয়মিতকরণের আগে) এবং
  • ২৮,৫৭০/- হতে ২৯,৯১০/- (নিয়মিতকরণের পরে)
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক পাশ
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার | কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
  • সর্বোচ্চ ৩০ বছর
শর্তাবলীঃ

১। আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

২। উপরোক্ত সকল পদের প্রার্থীকে মটর সাইকেল চালনার জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত পুরুষ / নারী এমপ্লয়ীকে বাধ্যতামূলকভাবে মটর সাইকেল চালাতে হবে।

৩। সকল পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির Probation Period শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন: ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যায় ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যান তহবিল নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, চাকুরীতে যোগদানের সাথে সাথেই মটর সাইকেল সফট লোন সুবিধা ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে।

৪। ক্রেডিট অফিসার পদের জন্য সংস্থার বিভিন্ন কর্ম এলাকার ঢাকা, ফেনী, সিলেট, বগুড়া খুলনা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।আবেদনকারী যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক/আগ্রহী তাকে খামের উপর অবশ্যই পরীক্ষা কেন্দ্র উল্লেখ করে আবেদন করতেহবে। অন্যান্য পদের পরীক্ষা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ০৬/০১/২০২২ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরীর অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এক, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org এ পাওয়া যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর পদ ও কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।  

 বিশেষ দ্রষ্টব্যঃ সংস্থা নিয়োগ প্রক্রিয়ায় বিকাশ/রকেট বা অন্য কোনো মাধ্যমে প্রার্থীদের সাথে কোনরুপ আর্থিক লেনদেন করে না।  

97 thoughts on “১১৬৫ জনবল নিয়োগ দিচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *