আর্স বাংলাদেশ এনজিও
আর্স বাংলাদেশ এনজিও
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ০২৮১৪-০৩২১১-০০৪০৫ নং সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা “আর্স বাংলাদেশ” কর্তৃক পরিচালিত “ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচীতে” নিন্মবর্নিত যােগ্যতা সম্পন্ন ও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগােষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র আহবান করা যাচ্ছে। খুলনা বিভাগের জেলাগুলােতে নিম্নোক্ত পদ সমূহে লােক নিয়ােগ দেওয়া হবেঃ |
প্রতিষ্ঠানের নামঃ- আর্স বাংলাদেশ |
পদের নামঃ- আঞ্চলিক ব্যবস্থাপক। |
পদ সংখ্যাঃ- ১০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ- সাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞাতাঃ- মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে আঞ্চলিক ব্যবস্থাপক পদে ৩ (তিন) বছর বাস্তব কাজের অভিজ্ঞতা
বেতনঃ- ৩০,০৭০/ ( স্থায়ীকরনের পর) |
বয়সঃ- অনূর্ধ্ব ৩৮ বছর
পদের নামঃ- শাখা ব্যবস্থাপক। |
পদ সংখ্যাঃ- ২৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ- সাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞাতাঃ- মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে আঞ্চলিক ব্যবস্থাপক পদে ২ (দুই) বছর বাস্তব কাজের অভিজ্ঞতা
বেতনঃ- ২৫,৬৬০/ ( স্থায়ীকরনের পর) |
বয়সঃ- অনূর্ধ্ব ৩৮ বছর
পদের নামঃ- হিসাবরক্ষক (ইনচার্জ) |
পদ সংখ্যাঃ- ৩০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ- কমপক্ষে ২য় বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর, বানিজ্য বিভাগ আবশ্যক।
বেতনঃ- ১৯,১০০/ ( স্থায়ীকরনের পর) |
বয়সঃ- অনূর্ধ্ব ৩৫ বছর
পদের নামঃ- সিনিয়র ক্রেডিট অফিসার |
পদ সংখ্যাঃ- ৩০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ- সাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ- কমপক্ষে ২ (দুই) বছর অভিজ্ঞতা।
বেতনঃ- ২০,০০০/- ( স্থায়ীকরনের পর) |
বয়সঃ- অনূর্ধ্ব ৩৫ বছর
পদের নামঃ- ক্রেডিট অফিসার |
পদ সংখ্যাঃ- ৭৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ- সাতক/ স্নাতকোত্তর
বেতনঃ- ১৮,৬০০/- ( স্থায়ীকরনের পর) |
বয়সঃ- অনূর্ধ্ব ৩২ বছর
শর্তাবলীঃ- |
- সুবিধাদি হিসেবে উৎসব ভাতা (দুইটা ঈদ, দূর্গা পূজা ও ১লা বৈশাখ), উৎসব উপহার, সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটি, স্বাস্থ্য সেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, প্রণােদনা ভ্রমণ এবং স্বল্প খরচে আবাসিক সুবিধা দেওয়া হবে।
- পত্রের ফটোকপি, টেলিফোন/ মােবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ০৩/০৩/২০১২ ইং তারিখের মধ্যে নিন্ম ঠিকানায় সরাসরি বা ডাক/কুরিয়ার এর মাধ্যমে আহবান করা যাচ্ছে। উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
- ক্রমিক নং ০১ ও ০২ নং পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং ক্রমিক ০৩ থেকে ০৫ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের ২০০/- টাকা আর্স বাংলাদেশ, সােনালী | ব্যাংক লিঃ, কর্পোরেট শাখা, যশাের, হিসাব নং-২৩১৫০৩৬০০১৩৬৩ তে অনলাইনে জমা দিয়ে জমা রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। |
- আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।
আবেদন ও যােগাযােগের ঠিকানাঃ- নির্বাহী পরিচালক, আর্স বাংলাদেশ, আর্স বাংলাদেশ ভবন, বাড়ী নং-২৩০, কিসমত নওয়াপাড়া, নতুন উপশহর, যশাের-৭৪০০, ফোন: ০২৪৭৭৭৬০৭৫৫ বিঃ দ্রঃ- আর্স বাংলাদেশ এ চাকরির জন্য কোন নগদ জামানত গ্রহন করা হয় না এবং হিসাবরক্ষক পদে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়। |



আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ আর্স