আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে নিয়োগ ২০২২
Spread the love
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার চাঁচড়া চেকপােষ্ট, পুলেরহাট, যশাের। |
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে নিয়োগ ২০২২
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং- ০০০৯৬) সংস্থা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর আর্থিক সহযােগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেল্থ এন্ড মাইক্রোফাইনান্স কর্মসূচি পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে নিম্নোক্তপদসমূহে উদ্যোমী ও পরিশ্রমী লােক নিয়ােগ করা হবে। (খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গােপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
প্রতিষ্ঠানের নামঃ- আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার |
১) পদের নামঃ- সহকারী শাখা ব্যবস্থাপক। |
পদ সংখ্যাঃ-
- ৫০ জন।
বেতনঃ-
- শিক্ষানবিশকালে মাসিক ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যােগ্যতা:
- স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ সহ অন্যান্য পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.৫ থাকতে হবে)।
২। পদের নাম : সুপারভাইজার। |
পদ সংখ্যাঃ-
- ৫০ জন।
বেতনঃ-
- শিক্ষানবিশকালে মাসিক ১৬,০০০/- টাকা।
শিক্ষাগত যােগ্যতা:
- স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ সহ অন্যান্য পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.৫ থাকতে হবে)।
অনান্য যোগ্যতাঃ-
- উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে।
অন্যান্য সুযােগ-সুবিধাঃ-
- উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল কমপক্ষে ৬ মাস। শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামাে অনুযায়ী মাসিক বেতনসহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুয়িটি ও উৎসব বােনাস প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযােগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যােগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়া হবে। এছাড়াও কর্ম দিবসে অফিস কর্তৃক দুপুরের খাবার ব্যবস্থা আছে।
বয়স
- সর্বোচ্চ ৩২ বছর।
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি “র অন্যান্য শর্তাবলি : |
- যে কোন একটি পদে আবেদন করতে হবে। উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য।
- খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
- ইতােপূর্বে উক্ত পদসমূহে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়ােজন নেই।
- মটরসাইকেল চালানাে জানতে হবে।
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি পরীক্ষার তারিখ, সময় ও স্থান : |
- মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে।
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি আবেদনের নিয়ম |
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি জন্য আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র (মােবাইল নম্বরসহ), ২ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখ রােজ সােমবার বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাঁচড়া চেকপােষ্ট, পুলেরহাট, যশাের, ডাকযােগ/কুরিয়ার/হাতেহাতে পৌঁছাতে হবে।
বি:দ্র: বিস্তারিত জানতে ভিজিট করুন- www.addinwc.org |



আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে নিয়োগ ২০২২ আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে নিয়োগ ২০২২ আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে নিয়োগ ২০২২