আগুনে পুড়ে ছাই 5 মাসের শিশু কন্যা
Spread the love
আগুনে পুড়ে ছাই 5 মাসের শিশু কন্যা
ঝিনাইদহের গান্না ইউনিয়নের বেতাই গ্রামে আগুনে পুড়ে মারা গেছে ৫ মাসের এক শিশু। স্থানীয়রা জানান শুক্রবার সকালে এমন ঘটনা ঘটেছে, নিহত শিশুর মা মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে পাশের পুকুরে কাজের জন্য চলে জান।

এসে দেখে ঘরে আগুন জ্বলছে দাউদাউ করে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারছিলো না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক চলে আসলে তারা প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুন নিভানো শেষে ঘরের ভিতর থেকে ৫ মাসের শিশুর পোড়া মরা দেহ বের করা হয়। নিহত শিশুটির নাম ছিলো তানিশা, বাবা দিনমজুর ইব্রাহিম হোসেন মা পাপিয়া খাতুন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে ছাই 5 মাসের শিশু কন্যা